‘মৃত্যুপুরীতে’ পরিণত হয়েছে বাখমুত
সংগ্রাম ডেস্ক : তুমুল যুদ্ধ চলছে পূর্ব ইউক্রেনের বাখমুতে। শহরটিকে বিভক্ত করা সরু একটি নদীর এক প্রান্তে অবস্থান নিয়েছে রুশ সেনারা। অন্যপ্রান্তে নদীর পূর্ব অংশে শক্ত প্রতিরোধ গড়ে তুলেছে ইউক্রেনীয় বাহিনী। ওয়াল স্ট্রিট জার্নাল ওয়াল স্ট্রিট জার্নালের খবরে বলা হয়, বাখমুতে রাশিয়ান আক্রমণের নেতৃত্ব দিচ্ছে ওয়াগনার গ্রুপের আধাসামরিক যোদ্ধারা। অভিযানের মুখে ইউক্রেনীয় সেনারা নদীর পূর্ব অংশে অবস্থান নিয়েছে।
ওয়াগনারের প্রতিষ্ঠাতা ইয়েভজেনি প্রিগোজিন শনিবার তার টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করা একটি ভিডিওতে বলেন, ‘রাশিয়ান সেনারা বাখমুত শহরের কেন্দ্র থেকে প্রায় তিন-চতুর্থাংশ মাইল দূরে অবস্থান করছে।’ রাশিয়া ও ইউক্রেন দুই দেশের জন্যই বাখমুত গুরুত্বপূর্ণ। মাসব্যাপী যুদ্ধের পর শহরটির উত্তর ও দক্ষিণ অংশ দখলে নিয়েছে রুশ বাহিনী। অন্যদিকে শুরুতে কোণঠাসা হলেও, পশ্চিমা অস্ত্রে এখন শক্ত প্রতিরোধ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছে ইউক্রেনীয় সেনারা। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শুক্রবার সন্ধ্যায় বলেন, ‘বাখমুতে ইউক্রেনের বিকল্পগুলো নিয়ে আলোচনা করতে শীর্ষ সামরিক কর্মকর্তাদের সঙ্গে আমি দেখা করেছি।’ কিছু পশ্চিমা বিশ্লেষক প্রশ্ন তুলেছেন কেন ইউক্রেন এমন একটি শহর থেকে সরে আসছে না যেটির কৌশলগত গুরুত্ব কম এবং যেখানে তাদের বাহিনী ব্যাপক হতাহত হচ্ছে। জবাবে ইউক্রেন বলেছে, সময়ক্ষেপণ করে রাশিয়ান বাহিনীকে দুর্বল করতে চাইছে তারা। এতে তাদের ওপর জয় পেতে সহজ হবে ইউক্রেনীয়দের। যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় শনিবার জানায়, শহরের কেন্দ্রস্থলে নদীর চারপাশের এলাকা একটি ‘মৃত্যুপুরী’ হয়ে উঠেছে। নদীর ওপর গুরুত্বপূর্ণ সেতুগুলি ভেঙে দিয়েছে ইউক্রেন। ইউক্রেনের সশস্ত্র বাহিনী বলছে, গত ২৪ ঘণ্টায় মধ্যে ১০০টিরও বেশি রুশ আক্রমণ প্রতিহত করেছে তারা।