শুক্রবার ০৮ ডিসেম্বর ২০২৩
Online Edition

চবি প্রক্টরসহ ১৬ জনের একযোগে পদত্যাগ

 

হাটহাজারী (চট্টগ্রাম) সংবাদদাতা : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) প্রক্টর অধ্যাপক ড. রবিউল হাসান ভূঁইয়াসহ ১৬ জন পদত্যাগ করেছেন। তাদের মধ্যে প্রক্টরিয়াল বডি থেকে ৭ জন এবং আবাসিক শিক্ষক পদ থেকে ৯ জন পদত্যাগ করেছেন।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কে এম নুর আহমদ জানান, গতকাল রবিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার বরাবর এই পদত্যাগপত্র জমা দেন তারা। এর পরিপ্রেক্ষিতে মেরিন সায়েন্স ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ নুরুল আজিম সিকদারকে প্রক্টর পদে নিয়োগ দেওয়া হয়েছে। প্রক্টরিয়াল বডি থেকে পদত্যাগকারীরা হলেন, প্রক্টর অধ্যাপক ড. রবিউল হাসান ভূঁইয়া, সহকারী প্রক্টর ড. শহীদুল ইসলাম, এসএএম জিয়াউল ইসলাম, ড. রামেন্দু পারিয়াল, শাহরিয়ার বুলবুল তন্ময়, গোলাম কুদ্দুস লাভলু ও ড. ওমর ফারুক। এরমধ্যে প্রক্টর অধ্যাপক ড. রবিউল হাসান ভূঁইয়া বিশ্ববিদ্যালয়ের শহীদ আব্দুর রব হলের প্রভোস্ট এবং সহকারী প্রক্টর শাহরিয়ার বুলবুল তন্ময় শাহজালাল হলের আবাসিক শিক্ষক পদ থেকেও পদত্যাগ করেছেন।

বিভিন্ন হলের আবাসিক শিক্ষক পদ থেকে পদত্যাগকারীরা হলেন, এফ রহমান হলের অনাবিল ইহসান, প্রীতিলতা হলের ফারজানা আফরীন রূপা, শহীদ আব্দুর রব হলের ড. এইচএম আব্দুল্লাহ আল মামুন ও রমিজ আহমদ, শামসুন্নাহার হলের শাকিলা তাসমিন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া হলের নাসরিন আক্তার, ড. শাহ আলম ও উম্মে হাবিবা এবং আলাওল হলের সিনিয়র আবাসিক শিক্ষক ঝুলন ধর। ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কেএম নুর আহমদ বলেন, ‘ব্যক্তিগত কারণ দেখিয়ে প্রক্টরসহ বেশ কয়েকজন পদত্যাগ করেছেন। ইনস্টিটিউট অব মেরিন সায়েন্সের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ নুরুল আজিম সিকদারকে প্রক্টর পদে নিয়োগ দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি এ পদে বহাল থাকবেন।’

অনলাইন আপডেট

আর্কাইভ