ওমরাহ করলেন বাংলাদেশ জাতীয় দলের ফুটবলাররা

স্পোর্টস রিপোর্টার: সৌদি আরবে কন্ডিশনিং ক্যাম্প করতে বাংলাদেশ দল আগে থেকে মদিনাতে অবস্থান করছে। সেখানে প্রস্তুতির ফাঁকে দুটি ম্যাচও খেলবে হ্যাভিয়ের ক্যাবরেরার দল। যার একটি শনিবার রাতে হয়েছে। ক্লোজড ডোর ম্যাচ থাকায় এর ফল জানায়নি বাফুফে। তবে রোববার কোনও অনুশীলন সেশন ছিলনা বাংলাদেশ দলের। এই ফাঁকে ওমরাহ পালন করেছে জামাল ভূঁইয়ারা। ২০ জন খেলোয়াড়ের সঙ্গে ৫ কর্মকর্তা ওমরা পালন করেছেন। সড়ক পথে মক্কা গিয়ে ওমরা পালনের কথা নিশ্চিত করেছেন বাংলাদেশ দলের ম্যানেজার ইকবাল হোসেন। তিনি বলেছেন, ‘আজ আমরা ওমরা করতে মদিনা থেকে মক্কাতে গিয়েছিলাম। শনিবার একটা প্রস্তুতি ম্যাচ খেলেছি আমরা।তাই গতকাল কোনও অনুশীলন সেশন রাখা হয়নি। সৌদি ফুটবল ফেডারেশনকে আমরা অনুরোধ করেছিলাম ওমরা করার সুযোগ করে দেওয়ার জন্য। সব খেলোয়াড়দের বাড়তি অনুপ্রেরণার জন্য মক্কার উদ্দেশে রওনা দিয়েছি। আল্লাহ যেন আমাদের ওমরা কবুল করে নেন।’
আজ সোমবার থেকে আবারও অনুশীলন করবে বাংলাদেশ দল। ১৫ মার্চ দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে আফ্রিকার দল মালাবির সঙ্গে খেলার কথা রয়েছে। ১৭ মার্চ দেশে ফিরে সিলেট রওনা হবে সবাই। সেখানে তিন জাতি টুর্নামেন্টে অংশ নেবে বাংলাদেশ। টুর্নামেন্টে অন্য দুটি হলো সেশেলস ও ব্রুনাই।