ফ্র্যাঞ্চাইজি যুগে প্রবেশ করছে নারী ফুটবল
স্পোর্টস রিপোর্টার: ফ্র্যাঞ্চাইজি নারী ফুটবল লিগে অভিষেক হতে যাচ্ছে। প্রথমবারের মতো ‘ওমেন্স ফ্র্যাঞ্চাইজি ফুটবল লিগ’ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।'কে স্পোর্টস' এর তত্ত্ববধানে ও বাফুফের ব্যবস্থাপনায় আসরটি আয়োজিত হবে। এ উপলক্ষে আজ রাজধানীর একটি পাঁচতারকা হোটলে সংবাদ সম্মেলন ডেকেছে দেশের ফুটবলের সবোর্চ্চ নিয়ন্ত্রক সংস্থা। রোববার সংবাদ সম্মেলনের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন বাফুফের মিডিয়া এক্সিকিউটিভ খালিদ মাহমুদ নওমী। সংবাদ সম্মেলন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দীন।বাংলাদেশ নারী ফুটবল লিগ বা পেশাদার লিগ আয়োজন হলেও ‘ওমেন্স ফ্র্যাঞ্চাইজি ফুটবল লিগ’ কখনো আয়োজন করেনি বাফুফে।