বৃহস্পতিবার ৩০ নবেম্বর ২০২৩
Online Edition

ঝিনাইগাতীতে ভারতীয় গরুসহ চোরাকারবারি আটক 

ঝিনাইগাতী (শেরপুর) সংবাদদাতা : শেরপুরের ঝিনাইগাতীতে ভারতীয় চোরাই গরুসহ আশরাফুল ইসলাম (৩০) নামে এক চোরাকারবারিকে আটক করেছে সীমান্ত ফাঁড়ির  বিজিবি। 

১০ মার্চ শুক্রবার রাতে উপজেলার হলদীগ্রাম সীমান্ত এলাকা থেকে তাকে আটক করা হয়। আশরাফুল উপজেলার নলকুড়া ইউনিয়নের নলকুড়া গ্রামের মৃত আঃ মোতালেবের ছেলে।  হলদীগ্রাম সীমান্ত ফাঁড়ির ক্যাম্প কমান্ডার খোরশেদ মিয়া জানান শুক্রবার রাত ৯ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হলদীগ্রাম  সীমান্ত এলাকায় ভারত থেকে পাচারকালে একটি ভারতীয় চোরাই গরুসহ আশরাফুলকে আটক করা হয়। আটককৃত আশরাফুলকে ঝিনাইগাতী থানায় সোপর্দ করা হয়েছে। এব্যাপারে ঝিনাইগাতী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

অনলাইন আপডেট

আর্কাইভ