লালপুরে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু
বাগাতিপাড়া (নাটোর) সংবাদদাতা : নাটোরের লালপুরে মোটরসাইকেল-শ্যালোইঞ্জিন চালিত ভুটভুটি মুখোমুখি সংঘর্ষে শামীম হোসেন(১৮) নামে এক যুবক(মোটরসাইকেল চালক) নিহত হয়েছে। শনিবার (১১ মার্চ) বেলা পৌনে ১১ টার সময় উপজেলার ওয়ালিয়া-দয়ারামপুর সড়কের ফুলবাড়িয়া স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত শামীম হোসেন জেলার সিংড়া উপজেলার কতুয়াবাড়ি গ্রামের নুর মোহাম্মদের ছেলে। লালপুরের ওয়ালিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর (পরিদর্শক)আব্দুর রহিম এ তথ্য নিশ্চিত করে বলেন,সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হলেও ঘাতক গাড়ির চালক পালিয়ে যাওয়ার কারণে আটক করা সম্ভব হয়নি, মরদেহ উদ্ধার করা হয়েছে এবং গাড়িটা জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে।