কাজিপুরে প্রাণি সম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত
কাজিপুর (সিরাজগঞ্জ) সংবাদদাতা: সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলায় প্রানি সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে উপজেলা প্রানি সম্পদ অফিস চত্বরে গত সোমবার সকালে প্রানি সম্পদ প্রদর্শনী ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। উক্ত প্রদর্শনী মেলায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয় ও বিশেষ অতিথি ছিলেন রাজশাহী বিভাগীয় প্রানি সম্পদ দপ্তর এর পরিচালক ডঃ মোঃ নজরুল ইসলাম ও জেলা প্রানি সম্পদ কর্মকর্তা ডাঃ গৌরাংগ কুমার তালুকদার। উপজেলা নির্বাহী কর্মকর্তা সুখময় সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রানিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ দিদারুল আহসান। অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমার সিরাজী ও গাজী রেফাজ উদ্দিন মাষ্টার। উক্ত প্রদর্শনীতে ৪০ টি স্টল স্থান পায়। এবারের শ্লোগান ছিল স্মার্ট লাইভষ্টক স্মার্ট বাংলাদেশ। শেষে প্রানি সম্পদ উন্নয়ন প্রকল্প এর আওতায় চরাঞ্চলের ২০ জন সুফল ভোগীকে ২০টি বকনা গরু, ৫০ জন সুফলভোগীকে ১০০ টি ছাগল ও ৫০ টি ছাগলের জন্য ৫০টি ঘর ও বিনামূল্যে বিতরন করা হয়েছে।