পৃথিবীতে মানুষের জীবন উদ্দেশ্যহীন নয়

সংগ্রাম অনলাইন ডেস্ক: আল্লাহ রাব্বুল আলামীন তাঁর কোন সৃষ্টিকেই অনর্থক সৃষ্টি করেননি। প্রতিটি সৃষ্টির মূলে একটি উদ্দেশ্য রয়েছে :
وَمَا خَلَقۡنَا السَّمٰوٰتِ وَ الۡاَرۡضَ وَ مَا بَیۡنَهُمَا لٰعِبِیۡنَ০
"আর আমি আসমানসমূহ, যমীন এবং এতদোভয়ের মধ্যে যা কিছু আছে তা খেলাচ্ছলে সৃষ্টি করিনি।" (সূরা দুখান, আয়াত: ৩৮)
وَ مَا خَلَقۡنَا السَّمَآءَ وَ الۡاَرۡضَ وَ مَا بَیۡنَهُمَا لٰعِبِیۡنَ০
“আসমান-জমিন এবং এ দুইটির মাঝে যা কিছু আছে সে সব আমি তামাশা করে সৃষ্টি করিনি।” [সূরা আম্বিয়া, আয়াত: ১৬]
আল্লাহ রাব্বুল আ'লামীন মানুষকেও অনর্থকসৃষ্টি করেননি এবং তাদেরকেও তাদের দায়িত্বের ব্যাপারে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আল্লাহ বলেন:
اَفَحَسِبۡتُمۡ اَنَّمَا خَلَقۡنٰکُمۡ عَبَثًا وَّ اَنَّکُمۡ اِلَیۡنَا لَا تُرۡجَعُوۡنَ
“তোমরা কি মনে কর আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি? তোমরা আমার নিকট প্রর্ত্যাবর্তন করবে না? -(সূরা মুমিনূন, আয়াত: ১১৫)
اَیَحۡسَبُ الۡاِنۡسَانُ اَنۡ یُّتۡرَکَ سُدًی০
মানুষ কি মনে করে যে, তাকে এমনি ছেড়ে দেয়া হবে? (সূরা আল ক্বিয়ামাহ, আয়াত ৩৬)
فَلَنَسۡـَٔلَنَّ الَّذِیۡنَ اُرۡسِلَ اِلَیۡهِمۡ وَ لَنَسۡـَٔلَنَّ الۡمُرۡسَلِیۡنَ
"সুতরাং আমি অবশ্যই তাদেরকে জিজ্ঞাসাবাদ করব যাদের নিকট রাসূল প্রেরিত হয়েছিল এবং অবশ্যই আমি প্রেরিতদেরকে জিজ্ঞাসাবাদ করব।" (আল আরাফ, আয়াত ৬)