বুধবার ২৯ মার্চ ২০২৩
Online Edition

আড়াই ঘণ্টা পর সচল সিলেট ওসমানী বিমানবন্দরের রানওয়ে  

সংগ্রাম ডেস্ক : সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট উড্ডয়নের আগে চাকা ফেটে অচল হয়ে পড়ার আড়াই ঘণ্টা পর সচল হয়েছে রানওয়ে।

আজ শুক্রবার বেলা সোয়া একটার দিকে সিলেট থেকে ঢাকাগামী ৬০২ ফ্লাইটের চাকা ফেটে যাওয়ার ঘটনা ঘটে। ফ্লাইটটিতে ১৪৮ জন যাত্রী ছিলেন। তবে এতে কোনো যাত্রী হতাহত হননি। ওসমানী বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনার প্রায় আড়াই ঘণ্টা পর বেলা ৩টা ৪০ মিনিটের দিকে রানওয়ে থেকে বিমানটি সরিয়ে নেওয়া হয়। এরপর রানওয়ে সচল হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ।  তিনি প্রথম আলোকে বলেন, চাকা ফেটে যাওয়ায় রানওয়ে দিয়ে বিমান উড্ডয়ন ও অবতরণ বিঘিœত হয়। ফেটে যাওয়া চাকা বদলের পর রানওয়ে স্বাভাবিক হয় বেলা ৩টা ৪০ মিনিটে। পরে ৪টা ১১ মিনিটের দিকে ম্যানচেস্টার থেকে আসা অপর একটি ফ্লাইটে চাকা ফেটে যাওয়া ফ্লাইটের যাত্রীদের ঢাকায় পাঠানো হয়। হাফিজ আহমদ আরও বলেন, চাকা ফেটে যাওয়া বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটটি সিলেট বিমানবন্দরে রয়েছে। ফ্লাইটটি পর্যবেক্ষণ করে সিলেট ত্যাগের অনুমতি দেওয়া হবে। এর আগে বিমানবন্দর সূত্র জানিয়েছিল, রানওয়ে বন্ধ থাকায় ইংল্যান্ডের ম্যানচেস্টার থেকে আজ সকালে আসা ফ্লাইটটি ফিরে যেতে পারেনি।

অনলাইন আপডেট

আর্কাইভ