র্যাবের অভিযানে চোরাই মোটরসাইকেলসহ গ্রেফতার ২
মুন্সীগঞ্জ সংবাদদাতা : র্যাব-১০ এর অভিযানে মুন্সিগঞ্জের শ্রীনগর এলাকা হতে চোরাই মোটরসাইকেলসহ ২জন গ্রেফতার করা হয়েছে। ২ ফেব্রুয়ারি র্যাব-১০ এর একটি আভিযানিক দল মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানাধীন ছনবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে ২টি চোরাই মোটরসাইকেলসহ ২ জন মোটরসাইকেল চোরকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম মোঃ নাহিদ বেপারী (১৯) ও শাহিন (২৬) বলে জানা যায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় সদস্য। তারা বেশ কিছুদিন যাবৎ বিভিন্ন স্থান হতে চোরাই মোটরসাইকেল সংগ্রহ করে শ্রীনগরসহ আশপাশের বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছিল। গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।