হিজবুত তাহরীরের সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার
স্টাফ রিপোর্টার: নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন হিজবুত তাহরীরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী তমিজ আহম্মেদ সবুজকে (৩২) গ্রেফতার করেছে অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ)। তার বাড়ি বরগুনার তালতলী। তিনি প্রায় সাত বছর ধরে দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন। গতকাল শুক্রবার বিকেলে এটিইউর সহকারী পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস উইং) ওয়াহিদা পারভীন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সকাল ৯টার দিকে রাজধানীর ভাটারা থানার নতুনবাজার এলাকা থেকে তমিজ আহম্মেদ সবুজকে গ্রেফতার করা হয়। তিনি প্রায় সাত বছর আত্মগোপনে ছিলেন।
এটিইউ সূত্র জানায়, গ্রেফতার তমিজ আহম্মেদ সবুজ ইসলামী খিলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে ভীতি ও অস্থিরতা সৃষ্টির মাধ্যমে রাষ্ট্রবিরোধী যড়যন্ত্র, গণতন্ত্র ও প্রচলিত বিচারব্যবস্থার বিরুদ্ধে অপপ্রচারসহ সাংগঠনিক কাজ করে আসছিলেন। ২০১৪ সালে হিযবুত তাহরীরের লিফলেট বিতরণকালে গ্রেফতার হন। পরে জামিনে মুক্তি পেয়ে আত্মগোপনে চলে যান। তবে অনলাইনে উগ্রবাদী প্রচারণাসহ রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের মাধ্যমে বাংলাদেশে খিলাফত প্রতিষ্ঠার উদ্দেশে দীর্ঘদিন বিভিন্ন কার্যক্রম চালিয়ে আসছিলেন। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।