বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪
Online Edition

নামিবিয়ার গণহত্যার তথ্য গোপন বন্ধ করার দাবি হেরোরো ও নামা জাতিগোষ্ঠীর

৩ ফেব্রুয়ারি, গার্ডিয়ান: নামিবিয়ার গণহত্যার শিকার ব্যক্তিদের উত্তরসূরীরা ‘তথ্য গোপন বন্ধ করা’ এবং ক্ষতিপূরণ দানের বিষয় সরাসরি তাদের সাথে আলোচনা করা দাবি জানিয়েছেন। তাদের অনুমোদন ছাড়া বিষয়টি নিয়ে চুক্তি করার জন্য তারা নামিবিয়া সরকারের বিরুদ্ধে মামলা করার প্রেক্ষাপটে এ দাবি জানালো তারা।  হেরোরো ও নামা জাতিগোষ্ঠীর লোকেরা ক্ষমা প্রার্থনার বিষয়টিকে প্রত্যাখ্যান করে দেশটি আদালতে মামলা করেছে। নামিবিয়া ও জার্মানির মধ্যে আলোচনা পর ২০২১ সালে ক্ষমা প্রার্থনা করা হয়। এতে ১৯০৪ থেকে ১৯০৮ সালে পরিচালিত গণহত্যার কোন প্রতিকার বা ক্ষতিপূরণ দেয়া হয়নি। এটি ছিল বিংশ শতকের প্রথম গণহত্যার ঘটনা।  হেরোরো গোষ্ঠীর প্রধান প্রফেসর মুটজিন্দে কটজিউয়া (চৎড়ভ গঁঃলরহফব কঃলরঁধ) বিষয়টি অত্যন্তপূর্ণ বলে উল্লেখ করে বলেন, কোন পর্যায়েই আমাদেরকে এর সাথে সংশ্লিষ্ট করা হয়নি। সরকারই এজেন্ডা নির্ধারণ করেছে। তারা যা চেয়েছে তা-ই আলোচনা করেছে এবং গত বছর যৌথ ঘোষণা দেখার পূর্ব পর্যন্ত আমরা এ বিষয়ে কিছুই জানতে পারেনি।

অনলাইন আপডেট

আর্কাইভ