বুধবার ২৯ মার্চ ২০২৩
Online Edition

সবাই ইউক্রেন যুদ্ধের অবসান চায়-রুশ পররাষ্ট্রমন্ত্রী

৩ ফেব্রুয়ারি, সিএনএন, বিবিসি ,এপি ,দ্য গার্ডিয়ান , রয়টার্স : সবাই ইউক্রেন যুদ্ধের অবসান চায়, এমনটাই বিশ্বাস করেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে এক সাক্ষাৎকারে তিনি বলেন, কিয়েভের হয়ে এই যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে পশ্চিমারা। তবে যুদ্ধ কীভাবে অবসান করা যায়, এ বিষয়ে কোনও পরিকল্পনা অথবা পরামর্শ দেননি তিনি।

যদিও জেলেনস্কি এবং পশ্চিমা নেতারা দাবি করছেন, রুশ প্রেসিডেন্ট পুতিন আলোচনায় বসতে প্রস্তুত নন। এদিকে দূরপাল্লার অস্ত্র সম্পর্কে প্রেসিডেন্ট পুতিনের ঘনিষ্ঠ সের্গেই ল্যাভরভ বলেন, ইউক্রেনকে যদি দীর্ঘ পাল্লার অস্ত্র দেওয়া হয় তাহলে তাদের সেনাদের বিরুদ্ধে আরও অভিযান চালানো হবে এবং তাদেরকে রুশ সীমান্ত থেকে গভীরে ঠেলে দেওয়া হবে। তার মতে, ইউক্রেনের পশ্চিমা মদতদাতারা দিন দিন এই সংঘাতের প্রতিটি পদক্ষেপে জড়িয়ে যাচ্ছে এবং প্রয়োজন অনুযায়ী প্রতিক্রিয়া দেখাবে মস্কো। ইউক্রেনে রুশ বাহিনীর বিরুদ্ধ লড়াইয়ে উন্নতপ্রযুক্তির লেপার্ড-২ এবং আব্রামস ট্যাংক সরবাহের ঘোষণায় ক্ষুব্ধ মস্কো।

‘আগামী ৬ মাস খুবই গুরুত্বপূর্ণ’ : ইউক্রেন যুদ্ধের চূড়ান্ত ফলাফল নির্ধারণে আগামী ছয় মাস ‘খুবই গুরুত্বপূর্ণ’ হতে যাচ্ছে মনে করেন মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) পরিচালক উলিয়াম বিল বার্নস।  গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের জর্জটাউন ইউনিভার্সিটিতে আয়োজিত এক অনুষ্ঠানে সিআইএর প্রধান বলেন, যুদ্ধ কোনও দিকে যাচ্ছে তা বোঝা যাবে কিছুদিন পর, কারণ রুশ প্রেসিডেন্ট পুতিন আলোচনার বিষয় সিরিয়াস নয়। আগামী ছয় মাসেই তা নির্ধারণ হতে পারে। এর চাবি আমাদের হাতেই থাকবে বলে মনে হচ্ছে। এটি স্পষ্ট যে তিনি ইউক্রেনে আর অগ্রসর হতে পারবে না।

গত বছরের ২৪ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া যুদ্ধে প্রথমদিকে ইউক্রেনের খেরসন, ডনেস্ক, লুহানস্ক, খারকিভসহ বেশ কিছু কৌশলগত জায়গা দখলে নেয় রুশ বাহিনী। পরবর্তীতে খারকিভ ও খেরসনের একাংশ পুনরুদ্ধার করে জেলেনস্কির সরকার। হারানো ভূখ- পুনরুদ্ধারে পশ্চিমাদের অস্ত্র সহায়তায় পাল্টা হামলা চালাচ্ছে ইউক্রেনীয় সেনারা। যুক্তরাষ্ট্র, ব্রিটেন, কানাডা, জার্মানিসহ ইউরোপের অধিকাংশ দেশই ইউক্রেনকে সামরিক সহায়তা দিয়ে আসছে।

এ বিষয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে আক্রমণকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসী জার্মানির বিরুদ্ধে লড়াইয়ের সঙ্গে তুলনা করেছেন। বৃহস্পতিবার স্তালিনগ্রাদের লড়াইয়ের ৮০তম বার্ষিকী উদযাপনের সমাপনী অনুষ্ঠানে দেওয়া ভাষণে তিনি এই তুলনা করেন। ইউক্রেনে লেপার্ড ট্যাংক পাঠানোর বিষয়ে জার্মানির সিদ্ধান্তের কথা উল্লেখ করে রুশ প্রেসিডেন্ট দাবি করেছেন, ইতিহাস নিজেই পুনরাবৃত্তি ঘটাচ্ছে। পুতিন বলেন, এটি অবিশ্বাস্য, কিন্তু সত্য। আবারও আমরা জার্মান লেপার্ড ট্যাংকের হুমকিতে।

অনলাইন আপডেট

আর্কাইভ