নিরপেক্ষ সরকারের অধীনে গ্রহণযোগ্য নির্বাচন দিতে হবে -------ডা. শাহাদাত হোসেন
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডাঃ শাহাদাত হোসেন বলেছেন, বিদ্যুৎসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কমানো, বিরোধী দলীয় নেতাকর্মীদের উপর হামলা মামলা, অত্যাচার, নির্যাতন, গুম, খুন বন্ধ এবং কর্তৃত্ববাদী ফ্যাসিস্ট সরকারকে অবিলম্বে পদত্যাগ করে নিরপেক্ষ সরকারের অধীনে সকল দলের অংশ গ্রহণে একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন দিতে হবে। গ্যাস, বিদ্যুৎ, পানির দামসহ প্রত্যেকটি জিনিসের দাম বাড়ছে, প্রধানমন্ত্রী বলছেন, করোনা আর রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে দাম বাড়ছে। হাজার হাজার কোটি টাকা লুটপাট করে কানাডা, মালয়েশিয়া, আমেরিকায় বাড়ি না করে এখানে দেয়া যেত না? এখন কয়লার দাম দিতে পারে না, জাহাজ ফিরে চলে যায়। ব্যাংকে গেলে মানুষকে টাকা দিতে পারেন না। এরা গণতন্ত্রে বিশ্বাস করে না, মানুষের প্রতি এদের কোনো দায়বদ্ধতা নেই। এরা দাম কমাবে না। এদের সরাতে হবে।
তিনি আরো বলেন চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দিপ্তীসহ সকল রাজবন্দীর অবিলম্বে মুক্তি না দিলে চট্টগ্রাম থেকে এক দফা সরকার পতনের আন্দোলন শুরু হবে। আগামী ৪ ফেব্রুয়ারী নাসিমন ভবন সংলগ্ন নূর আহমদ সড়কে চট্টগ্রাম বিভাগীয় সমাবেশ সফল করার উদাত্ত আহ্বান জানান। তিনি গতকাল বৃহস্পতিবার বিকালে নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ে গণতন্ত্র পুনরুদ্ধার, বিদ্যুৎ, গ্যাস ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য কমানোসহ ১০ দফা দাবীতে আগামী ৪ ফেব্রুয়ারী কেন্দ্রঘোষিত বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্যে চট্টগ্রাম মহানগর যুবদলের এক প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম বিএনপির সদস্য সচিব আবুল হাসেম বক্কর বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে বাংলাদেশের মানুষ যখন হিমশিম খাচ্ছে, তখন গ্যাস ও বিদ্যুতের অতিরিক্ত দাম নিয়ে সংসারের হিসাব সমন্বয় করতে তারা গলদঘর্ম হচ্ছেন। গত একবছরে বিদ্যুৎ ও গ্যাসের মূল্য বৃদ্ধি পর্যালোচনা করে দেখা যাচ্ছে, বহু পরিবারে শুধু বিদ্যুৎ ও গ্যাস বিল বাবদ খরচ ২০ থেকে ২৫ শতাংশ পর্যন্ত বেড়ে গেছে। সবচেয়ে বেশি বিপদে পড়েছেন সীমিত আয়ের মানুষ।