আবদুল জলিল, মাওলানা মুহাম্মাদ উল্লাহ ও আবদুল আউয়ালের ইন্তিকালে জামায়াতের ভারপ্রাপ্ত আমীরের শোক
বাংলাদেশ জামায়াতে ইসলামী পাবনা সদরের প্রবীণ সদস্য (রুকন) ও ভাড়ারা ইউনিয়নের নায়েবে আমীর আবদুল জলিল হৃদরোগে আক্রান্ত হয়ে গত ৩১ জানুয়ারি বেলা সাড়ে ১১টায় ৬৭ বছর বয়সে ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন)। তিনি স্ত্রী ও ২ পুত্রসহ বহু আত্মীয়-স্বজন রেখে গিয়েছেন। গত বুধবার গ্রামের নিজ বাড়িতে জানাযা শেষে তাকে চরবলরামপুর সামাজিক কবরস্থানে দাফন করা হয়েছে।
জামায়াতে ইসলামী ভোলা সদরের সদস্য (রুকন) মাওলানা মুহাম্মাদ উল্লাহ লিভার ক্যানসারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় গত ১ ফেব্রুয়ারি রাত সোয়া ৮টায় ৫৬ বছর বয়সে ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন)। তিনি স্ত্রী ও ৩ পুত্রসহ বহু আত্মীয়-স্বজন রেখে গিয়েছেন। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় জাঙ্গালিয়া হাইস্কুল মাঠে জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগর পূর্ব সাংগঠনিক থানার প্রবীণ সদস্য (রুকন), বিশিষ্ট ব্যাংকার ও ফেনী কলেজের সাবেক অধ্যাপক আবদুল আউয়াল বার্ধক্যজনিত কারণে ১ ফেব্রুয়ারি দিবাগত রাত সাড়ে ১১টায় ৯০ বছর বয়সে ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন)।
তিনি ২ পুত্র ও ২ কন্যাসহ বহু আত্মীয়-স্বজন রেখে গিয়েছেন। গতকাল সকাল ১০টায় হাসপাতালের সামনে জানাযা শেষে তাকে গোপালগঞ্জ জেলার নিজ বাড়িতে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
শোকবাণী : আবদুল জলিল, মাওলানা মুহাম্মাদ উল্লাহ ও অধ্যাপক আবদুল আউয়ালের ইন্তিকালে গভীর শোক প্রকাশ করে জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান গতকাল বৃহস্পতিবার শোকবাণী দিয়েছেন। শোকবাণীতে তিনি বলেন, আবদুল জলিল, মাওলানা মুহাম্মাদ উল্লাহ ও অধ্যাপক আবদুল আউয়ালের ইন্তিকালে আমরা ইসলামী আন্দোলনের ৩ জন নিবেদিত প্রাণ দাঈকে হারালাম। তারা ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে গিয়েছেন এবং ইসলামী আন্দোলনের প্রচার ও প্রসারে তাদের অনেক অবদান রয়েছে। আমি তাদের ইন্তিকালে গভীর শোক প্রকাশ করছি।
শোকবাণীতে তিনি আরো বলেন, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা ক্ষমা ও রহম করুন এবং তাদের কবরকে প্রশস্ত করুন। তাদের গুনাহখাতাগুলোকে ক্ষমা করে দিয়ে নেকিতে পরিণত করুন। কবর থেকে শুরু করে পরবর্তী প্রত্যেকটি মঞ্জিলকে তাদের জন্য সহজ, আরামদায়ক ও কল্যাণময় করে দিন। আল্লাহ রাব্বুল আলামীন তাদেরকে জান্নাতে উচ্চ মাকাম দান করুন এবং তাদের শোকাহত পরিবার-পরিজনদেরকে এ শোক সহ্য করার তাওফিক দান করুন।