বুধবার ২৯ মার্চ ২০২৩
Online Edition

অটোরিকশা ছিনতাইকালে ছুরিকাঘাতে চালক খুন আটক ৫

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা: নারায়ণগঞ্জের রূপগঞ্জে অটোরিকশা ছিনতাই কালে ছুরিকাঘাতে আব্দুল হক (৩৮) নামের এক চালককে হত্যা করে অটোরিকশা ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা। হত্যাকান্ডের ঘটনায় ধারালো অস্ত্র, ছিনতাই হওয়া অটোরিকশা উদ্ধারসহ হত্যাকান্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।নিহত আব্দুল হক উপজেলার কাঞ্চন পৌরসভার কেরাবো এলাকার মৃত আজিম উদ্দিনের ছেলে।

এ ব্যপারে নিহত চালক আব্দুল হকের বড় ভাই ফজর আলী বলেন, তরতাজা ভাইটাকে নির্মম ভাবে হত্যা করা হয়েছে। আব্দুল হকের স্ত্রীসহ দুটি ছেলে সন্তান রয়েছে তাদের কি হবে। আমার ভাইয়ের হত্যাকারীদের ফাঁসি চাই।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ বলেন, অটোরিকশা উদ্ধারসহ হত্যাকান্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ওই ৫জনকে গ্রেপ্তার করে অদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

অনলাইন আপডেট

আর্কাইভ