সোনারগাঁয়ে আল-আমিন হত্যার রহস্য উন্মোচন
নারায়ণগঞ্জ সংবাদদাতা : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আল-আমিন হত্যা মামলার ১৩ দিন পর ক্লুলেস হত্যার রহস্য উন্মোচন ও জড়িত ৪ আসামী গ্রেফতার করেছে র্যাব-১১। সোমবার রাতে সোনারগাঁও থানার পূর্ব সনমান্দি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। হত্যার পর নিহতের পরিবারকে মামলা না করতে ও মামলার তদন্তে সহযোগিতা না করতে নানাভাবে চাপ প্রয়োগ করে আসছে হত্যাকারী। মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ আদমজীনগর র্যাব-১১ এর সম্মেলন কক্ষে অধিনায়ক লেঃ কর্নেল তানভীর মাহমুদ পাশা এ তথ্য জানান।
অধিনায়ক লেঃ কর্নেল তানভীর মাহমুদ পাশা জানান, গত জানুয়ারি সোনারগাঁ থানার হামছাদি এলাকায় জমির আগাছার স্তূপ থেকে আল-আমিন (২২) এর মৃতদেহ উদ্ধার করে পুলিশ। ওই ঘটনায় নিহতের মা বাদী হয়ে সোনারগাঁ থানায় অপ্সাত নামা আসামীদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।
নৃশংস এই হত্যা মামলার আসামীদের গ্রেফতারের জন্য র্যাব-১১ একটি গোয়েন্দা দল ছায়া তদন্ত শুরু করে। এরই ধারাবাহিকতায় গত সোমবার রাতে একটি চৌকস দল সোনারগাঁও থানার পূর্ব সনমান্দি এলাকায় অভিযান চালায়। অভিযানকালে সৈয়দ হোসেন সাগর (২৮), কবির হোসেন (৩২), ইউসুফ (৩২), নাসিমা বেগম (৪৪)কে গ্রেফতার করে।
তিনি আরো জানান, প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে জানা যায়, নিহত আল-আমিন মূলত এলাকায় চুরি ও ছিনতাই কাজে জড়িত ছিলো। তার এই কাজের জন্য তার পরিবারকে প্রায় সময়ই বিব্রত হতে হয় এবং বারংবার জরিমানা দিতে হয়। এই নিয়ে গ্রামে স্থানীয় মেম্বারকে নিয়ে একাধিকবার সালিশ হয়। তার এরূপ আচরণের জন্য প্রায় সময়ই তার পরিবার তাকে শিকল দিয়ে বেঁধে রাখতো।