সোমবার ২৭ মার্চ ২০২৩
Online Edition

খুলনায় পৃথক ঘটনায় ২ জন নিহত

খুলনা ব্যুরো: খুলনায় পৃথক ঘটনায় দুইজন নিহত হয়েছেন। সরকারি বিএল কলেজের বাসের চাপায় আশিকুর রহমান (৪৪) নামের এক মোটরসাইকেল চালক ও নির্মাণাধীন ১০ তলা ভবনের চতুর্থ তলা থেকে পড়ে মহিত হোসেন নামের এক শ্রমিক নিহত হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার দুপুর ২ টা ৩ মিনিটের সময় নিউ মার্কেটের সামনের সড়কে সরকারি বিএল কলেজের বাসের চাপায় আশিকুর রহমান (৪৪) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়। নিহত ব্যক্তি আড়ংঘাটা থানার বকুলতলা এলাকার আব্দুল আলীর ছেলে আশিকুর রহমান। তিনি বিএল কলেজগেট এলাকার বই ব্যবসায়ী বলে পুলিশ জানিয়েছে। তিনি দুপুরে ব্যবসায়ীক কাজে খুলনার দিকে আসছিলেন। নিউ মার্কেটের বিপরীত রাস্তায় সুন্দরবন কুরিয়ার সার্ভিসের সামনে খুলনা গামী বিএল কলেজের একটি বাস চাপ দিলে ঘটনাস্থলে আশিক মোটরসাইকেল নিয়ে পড়ে যায়। বাসটি তার মাথার ওপর দিয়ে চলে যায়। ঘটনস্থলে তার মৃত্যু হয়েছে। এলাকাবাসী তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরে পুলিশ গিয়ে লাশ সুরতহাল রিপোর্ট করে।

অনলাইন আপডেট

আর্কাইভ