শুক্রবার ২৪ মার্চ ২০২৩
Online Edition

চাঞ্চল্যকর ডাকাতি মামলার রহস্য উদঘাটিত

মুন্সীগঞ্জ সংবাদদাতা : টংগিবাড়ী থানার বালিগাঁও বাজারে সংঘটিত কুলেস ডাকাতি মামলার রহস্য উদঘাটন করেছে মুন্সীগঞ্জ পুলিশ। গত ২৯ ডিসেম্বর ২০২২ খ্রিষ্টাব্দ তারিখ রাত আনুমানিক ০২.০৫ ঘটিকার সময় টংগিবাড়ী থানাধীন বালিগাঁও ইউনিয়নের অন্তর্গত বালিগাঁও বাজারে স্বর্ণপট্টির বিভিন্ন দোকানে দুর্র্ধষ ডাকাতির ঘটনা ঘটে।

প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে পুলিশ সুপার জানান, প্রতিদিনের ন্যায় গত ২৮ ডিসেম্বর ২০২২ খ্রিষ্টাব্দ তারিখ অন্যান্য ব্যবসায়ীদের পাশাপাশি স্বর্ণব্যবসায়ীরা বেচাকেনা শেষ করে দোকান বন্ধ করে চলে যায়। ২৯ ডিসেম্বর ২০২২ খ্রিষ্টাব্দ তারিখ রাত আনুমানিক ০২.০৫ ঘটিকার সময় ২০-২২ জনের একটি ডাকাতদল স্বর্ণপট্টির পিছনে অবস্থিত নদীতে ট্রলারযোগে এসে বিভিন্ন দোকানে ডাকাতি করে স্বর্ণালংকারসহ নগদ টাকা লুট করে নিয়ে যায়। অজ্ঞাতনামা ডাকাতদলের সদস্যরা ২৯ ডিসেম্বর ২০২২ খ্রিষ্টাব্দ তারিখ রাত আনুমানিক ০২.০৫ ঘটিকা থেকে ০৪.০০ ঘটিকার মধ্যবর্তী সময়ে স্বর্ণপট্টির বিভিন্ন দোকানে র্দুর্ধষ ডাকাতি করে আনুমানিক ৩৭ ভরি সোনা, ২৯০ ভরি রূপা, নগদ ১০,৫০,০০০/- সহ ৫০,০০০/- টাকা মূল্যমানের ওষুধ সামগ্রী লুঠ করে নিয়ে যায়। স্বর্ণপট্টির বিভিন্ন দোকানের ব্যবসায়ীসহ স্বর্ণ ব্যবসায়ী গকুল দাস উক্ত ঘটনা সংক্রান্ত একটি এজাহার দাখিল করেন।

অনলাইন আপডেট

আর্কাইভ