রাজনৈতিক দলের খবর
জামায়াতে ইসলামী
বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর সকল সাংগঠনিক থানা ও ওয়ার্ডের প্রচার সেক্রেটারিদের নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর নায়েবে আমীর ড. আ জ ম ওবায়েদুল্লাহর সভাপতিত্বে সভায় গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য ও নগর সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমীন, সহকারী সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ ও নগর প্রচার কমিটির সদস্য এস এম লুৎফর রহমান প্রমুখ।
সভাপতির বক্তব্যে ড. আ জ ম ওবায়েদুল্লাহ বলেন, দা’য়ী হিসেবে আমাদের সকলকে দ্বীনের প্রচারের জন্য আন্তরিকভাবে কাজ করতে হবে, এটা আমাদের ঈমানী দায়িত্বও। কিন্তু যাচাই-বাছাই ছাড়া কোনো কিছু প্রচার করা থেকে নিজেদেরকে এবং জনশক্তিদেরকে বিরত রাখতে হবে। সকলেই যাতে দ্বীন নিয়ে, সংগঠন নিয়ে সঠিক তথ্য পায় এটা নিশ্চিত করতে হবে। তিনি বলেন, আজ জামায়াতের বিরুদ্ধে ব্যাপক অপপ্রচার চালানো হচ্ছে। এসব অপপ্রচারের বিরুদ্ধে জনমত গঠন করতে আমাদের প্রচেষ্টা চালাতে হবে। প্রেস বিজ্ঞপ্তি।
বিএনপি
চট্টগ্রাম ব্যুরো : বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উলাহ বুলু বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতালোভের কারণে জনগণের প্রতি অমানবিক আচরণ করে আসছে। এরা গণতন্ত্রকে হত্যা করে গোটা জাতিকে খন্ড বিখন্ড করেছে। তিনি রবিবার (২৯ জানুয়ারী) বিকালে নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ের মাঠে আগামী ৪ ফেব্রুয়ারী শনিবার কেন্দ্রীয় বিএনপি ঘোষিত চট্টগ্রাম বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষে চট্টগ্রাম মহানগর বিএনপির প্রস্ততি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হোসেন এতে সভাপতিত্ব করেন।
মাগুরা : বেগম খালেদা জিয়াসহ সকল রাজবন্দির মুক্তি, ফ্যাসিবাদী সরকারের দমন নিপীড়ন,আওয়ামী সন্ত্রাস নির্যাতনের বিরুদ্ধে, বিদ্যুৎ, গ্যাস ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য কমানোসহ ১০ দফা দাবিতে খুলনা বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষে মাগুরা জেলা বিএনপির এক প্রস্তুতিমূলক বর্ধিত সভা মঙ্গলবার ৩১ জানুয়ারী দুপুরে ইসলামপুর পাড়া জেলা বিএনপি কার্যালয় প্রাঙ্গনে অনুষ্টিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির খুলনা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কু-ু। জেলা বিএনপির আহবায়ক আলী আহম্মদ সভায় সভাপতিত্ব করেন।
শার্শা (যশোর): বিএনপি’র খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, শহীদ জিয়াউর রহমানকে হৃদয়ে ধারন করেভোট ও ভাতের অধিকার আদায় করতে হবে। কেন্দীয় বিএনপি ষোষিত সরকার পতনের ১০ দফা দাবিতে আগামী ৪ ফেব্রুয়ারি বিএনপি’র খুলনা বিভাগীয় সমাবেশ সফল করতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।