শুক্রবার ২৪ মার্চ ২০২৩
Online Edition

হোল্ডিং ট্যাক্স নিয়ে আতঙ্কিত হবেন না

চট্টগ্রাম ব্যুরো : গণশুনানীর মাধ্যমে হোল্ডিং ট্যাক্স সহনীয় করার সুযোগ থাকায় নাগরিকদের আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী।গতকাল বুধবার চসিক ওয়ার্ড-২৪, ২৫, ২৬,২৭ এবং ৩৬ নিয়ে গঠিত সার্কেল-৭ এর গণশুনানীতে মেয়র বলেন, চট্টগ্রামের উন্নয়নের স্বার্থে চসিক হোল্ডিং ট্যাক্স নেয় এবং সেই ট্যাক্সের টাকা নগর উন্নয়নে ব্যয় করে। হোল্ডিং ট্যাক্স বৃদ্ধি নিয়ে নাগরিকদের মধ্যে এক ধরনের বিভ্রান্তি কাজ করছে। স্বাধীনতাবিরোধী অপশক্তিগুলো এ সুযোগে গুজব ছড়াচ্ছে।নাগরিকদের বলতে চাই আপনারা আতঙ্কিত হবেননা। আমি প্রতিটি ওয়ার্ডে শুনানী করে কারো হোল্ডিং ট্যাক্স বেশি হলে তা সহনীয় করে দিচ্ছি। আমি চট্টগ্রামের সন্তান হিসেবে আপনাদের স্বার্থকে প্রাধান্য দিচ্ছি। কেবল ট্যাক্স ইস্যু নয় যে কোন সমস্যায় আমাকে ডাকুন, আমি আপনাদের পাশে আছি।চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ এক্সেস রোডস্থ একটি কনভেনশন হলে আয়োজিত শুনানীতে নাগরিকরা তাদের হোল্ডিং ট্যাক্সসহ বিভিন্ন নাগরিক সেবা নিয়ে চসিক মেয়রের কাছে তাদের অভিযোগ ও পরামর্শ তুলে ধরেন। উল্লেখ্য বুধবারের গনশুনানীতে অংশগ্রহনের জন্য ২৬০ টি নোটিশ জারী করা হয়। যার মধ্যে ২৩০ টি চুড়ান্ত আপীল নিষ্পত্তি হয়।শুনানীতে উপস্থিত ছিলেন-প্যানেল মেয়র মোহাম্মদ গিয়াস উদ্দিন, আফরোজা কালাম, ওয়ার্ড কাউন্সিলর নাজমুল হক ডিউক, লায়ন মোহাম্মদ ইলিয়াস, জাফরুল হায়দার সবুজ, সংরক্ষিত কাউন্সিলর হুরে আরা বিউটি, জাহেদা বেগম পপি, চসিক প্রধান রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম, মেয়রের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেম।

অনলাইন আপডেট

আর্কাইভ