১১৮ কোটি টাকা ব্যয়ে খুলনার নিউ মার্কেটে নির্মিত হচ্ছে পাঁচতলা বিপনি বিতান
খুলনা ব্যুরো: খুলনার নিউ মার্কেটে পাঁচতলাবিশিষ্ট বিপনী বিতান নির্মাণে গত ১১ জানুয়ারি অনুমোদন মিলেছে রিভাইজ প্রকল্প। তবে এবার প্রকল্পটি বাস্তবায়নে ব্যয় এসে দাঁড়িয়েছে ১১৮ কোটি টাকা। আগে ব্যয় ছিল মাত্র ৯৮ কোটি টাকা। অর্থ্যাৎ অতিরিক্ত ব্যয় গুণতে হচ্ছে ২০ কোটি টাকা। খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ) এ প্রকল্প বাস্তবায়ন করছে।
কেডিএ’র তথ্য অনুযায়ী, স্বাধীনতার আগে অর্থাৎ ১৯৬১ সালে নগরীর আপার যশোর রোড সংলগ্ন এলাকায় অন্তত ৪ একর জমির উপর “নিউ মার্কেট” নির্মাণ করে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ। কিন্তু সময়ের স্রোতে বর্তমানে সেটি অনেকটা সেকেলে হয়ে গেছে।
অন্যদিকে পদ্মা সেতু চালু হওয়ায় এ অঞ্চলে ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটছে। সৃষ্টি হচ্ছে কর্মসংস্থানের সুযোগও। সেকারণে দারিদ্র্যতা হ্রাস পেয়ে মানুষের রুচির পরিবর্তন ঘটছে। এমন বাস্তবতার গুরুত্ব বিবেচনায় কেডিএ নিজস্ব অর্থায়নে গত বছর ৯৮ কোটি টাকা ব্যয়ে ৫ তলা বিশিষ্ট বিপনী বিতান প্রকল্প গ্রহণ করে। যা গত বছরের ১৯ অক্টোবর গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসনিক অনুমোদন মেলে। ২০২৩ সালে বিতানটি’র নির্মাণ কাজ সমাপ্ত হওয়ার কথা ছিল।
কিন্তু সময়মতো বাস্তবায়ন না হওয়ায় ফের সময় ও ব্যয় বৃদ্ধির জন্য মন্ত্রণালয়ে প্রেরণ করা হয় প্রকল্প। চলতি বছর ১১ জানুয়ারি প্রকল্পটির রিভাইজ অনুমোদন মিলেছে। বর্তমান ব্যয় ধরা হয়েছে ১১৮ কোটি ও মেয়াদ নির্ধারণ করা হয়েছে ২০২৪ সালের ডিসেম্বর। অর্থাৎ অতিরিক্ত ২০ কোটি টাকা ব্যয় ও সময় ১ বছর বেড়েছে। বর্তমানে ঠিকাদারি প্রতিষ্ঠান নিয়োগ প্রক্রিয়া চলছে।