শুক্রবার ২৪ মার্চ ২০২৩
Online Edition

নদী-খালসহ কয়েকশ’ শতাংশ জমি দখলের পাঁয়তারা

 

মুন্সীগঞ্জ সংবাদদাতা: মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা নদী সংলগ্ন গজারিয়া ইউনিয়নের নয়ানগর মৌজায় নদী, শতবর্ষী পুরানো একটি খাল ও আরেক কোম্পানির জায়গা আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বালু ভরাট করে দখলে নেওয়ার চেষ্টা করছে আরেকটি কোম্পানি। বিষয়টি নিয়ে উত্তেজনা সৃষ্টি হয়েছে দুটি কোম্পানি এবং স্থানীয়দের মধ্যে যা থেকে যেকোনো মুহূর্তে ঘটতে পারে রক্তক্ষয়ী সংঘর্ষের মতো ঘটনা।

সরজমিনে ঘটনাস্থলে গিয়ে দেখা যায় মেঘনা নদীর গজারিয়া অংশের নয়নগর গ্রাম সংলগ্ন থ্রি-অ্যাঙ্গেল শিপইয়ার্ড কোম্পানির পাশে এ.ওয়ান নেভিগেশন লিমিটেড নামে একটি কোম্পানি বালু ভরাটের জন্য ড্রেজার বসিয়েছে। আনুষ্ঠানিকভাবে বালু ভরাট কার্যক্রম শুরু করা না হলেও সকল প্রস্তুতি সম্পন্ন করে রেখেছে তারা যাতে কোন মুহূর্তে বালু ভরাট কাজ শুরু করতে পারে। স্থানীয়রা জানায়, কোম্পানিটি যে জায়গাতে বালু ভরাট করতে চাচ্ছে তার অধিকাংশই সরকারি মালিকানাধীন নদীর জায়গা, রয়েছে শতবর্ষী পুরানো একটি খাল ও থ্রি-অ্যাঙ্গেল শিপইয়ার্ড কোম্পানির জায়গায়। থ্রি- অ্যাঙ্গেল শিপইয়ার্ড কোম্পানির পরিচালক (লজিস্টিক সাপোর্ট) এম.এ. রহমান আনসার বলেন, গত ২৪ জানুয়ারি সকাল থেকে তারা দেখতে পান তাদের কোম্পানি সংলগ্ন মেঘনা নদীতে বালু ভরাটের জন্য ড্রেজার বসানো হচ্ছে। 

তিনি সহ কয়েকজন বিষয়টির খোঁজ খবর নেওয়ার জন্য ড্রেজার শ্রমিকদের কাছ থেকে জানতে পারেন তাদেরকে এ জায়গায় বালু ভরাটের জন্য এ.ওয়ান নেভিগেশন লিমিটেড নামে একটি কোম্পানি ভাড়া করে এনেছে। তারা যে জায়গায় বালু ভরাট করতে চাচ্ছে সেখানে থ্রি- অ্যাঙ্গেল শিপইয়ার্ড লিমিটেডের ৫৯.০৫ শতাংশ জায়গা রয়েছে। 

তবে উক্ত জায়গায় স্থিতি অবস্থা বজায় রাখার জন্য আদালতের নিষেধাজ্ঞা রয়েছে। বিষয়টি সম্পর্কে গজারিয়া থানার অফিসার ইনচার্জ মোল্লার সোহেব আলী বলেন, এ ব্যাপারে একটি লিখিত অভিযোগ পেয়েছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে উভয়পক্ষকে শান্ত থাকতে বলা হয়েছে। বিষয়টি আমরা খতিয়ে দেখছি।

অনলাইন আপডেট

আর্কাইভ