নারায়ণগঞ্জে বিদ্যুৎ কেন্দ্রে অগ্নিকাণ্ড আগুন নিয়ন্ত্রণে

সংগ্রাম অনলাইন ডেস্ক: নারায়ণগঞ্জ শহরের খানপুরে পাওয়ার স্টেশনে আগুন লেগে কয়েকটি এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়ে।
আজ বৃহস্পতিবার ভোরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।
অগ্নিকাণ্ডের পর পরই বিদ্যুৎহীন হয়ে পড়েছে শহরের চাষাড়া, ২নং রেল গেট, মিশনপাড়াসহ অনেক এলাকা।
এছাড়া বিদ্যুৎ না থাকায় ব্যাংক,সরকারি অফিসসহ বাণিজ্যিক কেন্দ্রগুলোতে কাজে ব্যঘাত হচ্ছে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক ফখরুদ্দিন আহমেদ নয়াদিগন্তকে জানান, আগুন এখন পুরোপুরি নিয়ন্ত্রণে আছে। আমাদের দুটি স্টেশনের ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে।
ক্ষয়ক্ষতির পরিমাণ এব আগুনের সূত্রপাত সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।