রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় আ’লীগ নেতা নিহত
রাজশাহী ব্যুরো : রাজশাহী মহানগরীতে শাবান মন্ডল (৬৫) নামের এক আ’লীগ নেতা নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে আমচত্তর খড়খড়ি বাইপাশে অটোরিকশা উল্টে তার মৃত্যু হয়।
নিহত শাবান মন্ডল পবা উপজেলার হরিপুর ইউনিয়ন ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ছিলেন। জানা গেছে, মঙ্গলবার সকালে বিক্রির জন্য অটোরিকশায় করে নিজ ক্ষেতের টমেটো নিয়ে খড়খড়ি বাজারে যাচ্ছিলেন। নওদাপাড়া আমচত্তর পার হয়ে কিছুদুর যেতেই নিয়ন্ত্রণ অটোরিকশা উল্টে যায়। এ সময় শাবান মন্ডল মাল ও অটোরিকশার নীচে চাপা পড়েন। স্থানীয়রা উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।