বুধবার ২৯ মার্চ ২০২৩
Online Edition

রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষাবিদ ও ইসলামী চিন্তাবিদ ড. আবদুল হকের ইন্তিকাল

 

রাবি রিপোর্টার: বিশিষ্ট শিক্ষাবিদ ও ইসলামী চিন্তাবিদ রাজশাহী বিশ^বিদ্যালয়ের (রাবি) আরবি বিভাগের সাবেক শিক্ষক প্রফেসর ড. আবদুল হক (৭৩) গতকাল বুধবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তিকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি দীর্ঘদিন বিভিন্ন রোগে ভুগছিলেন। 

তিনি রাবি থেকে অনার্স ও মাস্টার্স করার পর বিভিন্ন সরকারি কলেজে অধ্যাপনা করেন। ১৯৮৩ সালে তিনি রাবি’র আরবি বিভাগে শিক্ষক হিসেবে যোগদান করে প্রফেসর পদে উন্নীত হন। তিনি আরবি বিভাগের সভাপতির দায়িত্বও পালন করেন। ড. আবদুল হক পিএইচডি ডিগি অর্জন করেন উপমহাদেশের প্রখ্যাত আলেম মাওলানা আবদুল্লাহিল কাফি আল-কুরায়শির কর্মজীবন নিয়ে। ২০১৪ সালে তিনি অবসর গ্রহণ করেন।

তিনি নওগাঁ জেলার সাপাহার উপজেলার আইহাই গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি স্ত্রী, ৬ পুত্র ও ১ কন্যাসহ অসংখ্য স্বজন ও শিক্ষার্থী রেখে যান। তাঁর মৃত্যুতে রাবি’র আরবি বিভাগের শিক্ষকগণ শোক প্রকাশ করেন। 

অনলাইন আপডেট

আর্কাইভ