বুধবার ২৯ মার্চ ২০২৩
Online Edition

কয়রা সদর ইউনিয়ন সভাপতি প্রবীণ রুকন মৌলভী নুরুল আলম ফকিরের ইন্তিকাল

খুলনা ব্যুরো : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কয়রা সদর ইউনিয়ন সভাপতি প্রবীণ রুকন মৌলভী নুরুল আলম ফকির (৮৫)  ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার সকাল ৯টার দিকে ইসলামী ব্যাংক হাসপাতাল খুলনায় বার্ধক্যজনিত রোগে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ^াস ত্যাগ করেন। তিনি ৬ পুত্র ও ৩ কন্যা সন্তান, নাতি-নাতনি ও আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মরহুমের পিতার নাম মৃত কেনায়েত আলী ফকির। তিনি ১৯৮৫ সালের ১৩ সেপ্টেম্বর রুকনীয়াতের শপথ গ্রহণ করেন। বাদ আসর  ফকির বাড়ি জামে মসজিদ সংলগ্ন ময়দানে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

প্রবীণ রুকন মৌলভী নুরুল আলম ফকির মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শুরা সদস্য ও খুলনা জেলা আমীর মাওলানা এমরান হুসাইন, কেন্দ্রীয় শুরা সদস্য ও নায়েবে আমীর মাওলানা গোলাম সরোয়ার, মাওলানা কবিরুল ইসলাম, কেন্দ্রীয় শুরা সদস্য ও সেক্রেটারি মুন্সী মিজানুর রহমান, সহকারি সেক্রেটারি মুন্সী মঈনুল ইসলাম, এডভোকেট মোস্তাফিজুর রহমান, অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস, প্রিন্সিপাল গাওসুল আযম হাদি, কয়রা উপজেলা আমীর মাওলানা মিজানুর রহমান ও সেক্রেটারি শেখ সায়ফুল্যাহ। 

নেতৃবৃন্দ মহান রবের কাছে প্রার্থনায় মরহুমের জন্য জান্নাতুল ফেরদৌস কামনা করে শোকবাণীতে বলেন, ‘মৌলভী নুরুল আলম ফকিরের ইন্তিকালে আমরা ইসলামী আন্দোলনের একজন নিবেদিতপ্রাণ কর্মীকে হারিয়েছি। তিনি ইসলামী আন্দোলনের প্রচার ও প্রসারে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। তিনি সংগঠনের সকল কাজ যথাযথভাবে শেষ করার চেষ্টা করতেন।’

নেতৃবৃন্দ আরো বলেন, ‘মৌলভী নুরুল আলম ফকির ইতোমধ্যে দুনিয়ার সফর শেষ করেছেন। শুরু হয়েছে তার অনন্তকালের সফর। এই সফরে আল্লাহ রাব্বুল আলামীন তার একান্ত সাহায্যকারী হোন। কবর থেকে শুরু করে পরবর্তী প্রত্যেকটি মঞ্জিলকে তার জন্য সহজ, আরামদায়ক ও শান্তিময় করে দিন। আল্লাহ তাকে ক্ষমা করে দিয়ে জান্নাতের উচ্চ মাকাম দান করুন।

 

অনলাইন আপডেট

আর্কাইভ