ঢাকা, সোমবার 27 March 2023, ১৩ চৈত্র ১৪২৯, ৪ রমযান ১৪৪৪ হিজরী
Online Edition

তাপমাত্রা কমতে পারে ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস

সংগ্রাম অনলাইন ডেস্ক: আগামী ২৪ ঘণ্টায় সারাদেশের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

আজ বুধবার (১ ফেব্রুয়ারি) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ শেষরাত থেকে আগামীকাল সকাল পর্যন্ত সারাদেশে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে।

আবহাওয়া অধিদপ্তর তাদের নিয়মিত বুলেটিনে উল্লেখ করেছে, বুধবার সকাল ৬টা পর্যন্ত পূর্বের ২৪ ঘণ্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে রংপুরের তেঁতুলিয়ায়। সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে কক্সবাজারে।

এ ছাড়া, সারাদেশে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

অনলাইন আপডেট

আর্কাইভ