শুক্রবার ৩১ মার্চ ২০২৩
Online Edition

ইউক্রেনকে হাজার হাজার গোলাবারুদ দেবে ফ্রান্স ও অস্ট্রেলিয়া

৩১ জানুয়ারি, আল জাজিরা: ইউক্রেনের ‘জরুরি চাহিদা’ মেটাতে দেশটিকে কয়েক হাজার গোলাবারুদ দেবে ফ্রান্স ও অস্ট্রেলিয়া। এজন্য দুই দেশ যৌথভাবে কয়েক হাজার ১৫৫ মিলিমিটার আর্টিলারি শেল তৈরি করবে। এরপর সেগুলো কিয়েভে পাঠানো হবে। প্যারিসে অনুষ্ঠিত দ্বিতীয় অস্ট্রেলিয়া-ফ্রান্স পররাষ্ট্র ও প্রতিরক্ষামন্ত্রী পর্যায়ের বৈঠক শেষে এক যৌথ বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম ।

প্যারিসে অনুষ্ঠিত বৈঠকে ফরাসি পররাষ্ট্রমন্ত্রী ক্যাথরিন কলোনা, অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং, ফরাসি প্রতিরক্ষামন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নু এবং তার অস্ট্রেলীয় সমকক্ষ রিচার্ড মার্লেস উপস্থিতি ছিলেন। এ সময় তারা রুশ আগ্রাসন থেকে ইউক্রেনের সুরক্ষায় নিজেদের অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করেন। বিবৃতিতে বলা হয়েছে, ১৫৫ মিলিমিটার গোলাবারুদের যৌথ সরবরাহসহ ইউক্রেনকে সহায়তা দিতে উভয় দেশের মন্ত্রীরা তাদের অভিপ্রায়ের কথা জানিয়েছেন। এটি ইউক্রেনকে তার জরুরি প্রয়োজনে সহায়তা করবে।

অনলাইন আপডেট

আর্কাইভ