বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় ৬ জন হতাহত
মাগুরা সংবাদদাতা: সড়ক দুর্ঘটনায় শামীম নামে একজন নিহত ও মাদরাসার ছাত্রসহ তিনজন আহত হয়েছে। রবিবার (২৯জানুয়ারি) সকালে মহম্মদপুর উপজেলার মালদ্বীপ বাজারে এ দুর্ঘটনা ঘটে।
এবিষয়ে আহত মাদরাসা ছাত্র রাকিবুল(১২) জানান-তারা মহম্মদপুর উপজেলার মালদ্বীপ বাজার মোড়ে বাইসাইকেলে মোড় ঘুরতে গেলে মোটরসাইকেলটি তাদের সাইকেলে ধাক্কা দিয়ে গাছের সাথে গিয়ে ধাক্কা লাগে। এসময় মাগুরা নাজির আহম্মেদ ডিগ্রী কলেজের অনার্স ২য় বর্ষের ছাত্র, মহম্মদপুর উপজেলার নহাটা ইউনিয়নের পরমেশ্বরপুর গ্রামের কিবির শেখের ছোট ছেলে শামীম আহম্মদ(২১)গুরুত্বর আহত হয়, স্থানীয়রা তাকে উদ্ধার করে মাগুরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
রাঙ্গুনিয়া (চট্টগ্রাম): রাঙ্গুনিয়ায় গাছভর্তি একটি পিকআপের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ওবাইদুল হক জাহেদ (২৫) নামে এক ছাত্রের মৃত্যু হয়েছে। রবিবার রাত পৌনে ১১টার দিকে উপজেলার পদুয়া ইউনিয়নের গার্লস স্কুলের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি শাপলেজা পাড়ার আমিনুল হকের ছেলে। জানা যায়,
বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী গাছভর্তি পিকআপের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সে গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম): কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে কয়লা বোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক অটো চালকের মৃত্যু হয়েছে।
গত সোমবার (৩০ জানুয়ারি ) বিকেল পৌনে পাঁচটার দিকে ভূরুঙ্গামারী-সোনাহাট স্থলবন্দর সড়কের ঘুন্টিঘর এলাকায় মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটে।
মৃত ওই ব্যক্তির নাম জামাল হোসেন (৩৫)। সে উপজেলার বঙ্গ সোনাহাট ইউনিয়নের দক্ষিণ ভরতের ছড়ার ঘুন্টিঘর এলাকার নুরুল ইসলামের পুত্র। বঙ্গ সোনাহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাইনুল ইসলাম লিটন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার বিকেলে ভূরুঙ্গামারী থেকে অটো রিকশা নিয়ে বাড়ি ফিরছিল জামাল হোসেন। ঘুন্টিঘর এলাকায় পৌঁছলে সোনাহাট স্থলবন্দর থেকে কয়লা বোঝাই ঢাকা মোট্রো ট- ২৪১৩১০ নম্বরের একটি ট্রাক অটো রিকশাটিকে চাপা দিয়ে প্রায় ২০০ গজ দূরে পিশে নিয়ে যায়। এতে অটোরিকশা চালক জামালের হাতসহ শরীরের একাংশ বিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলেই মারা যায়। ভূরুঙ্গামারী থানার ওসি (তদন্ত) আজহার আলী জানান ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।