শুক্রবার ৩১ মার্চ ২০২৩
Online Edition

ব্যতিক্রম ধরনের চুক্তিতে পাকিস্তান ক্রিকেটে ফিরছেন আর্থার

স্পোর্টস ডেস্ক: মিকি আর্থার পাকিস্তান ক্রিকেটে ফিররার গুঞ্জন সাম্প্রতি জোরালো হয়। তবে ডার্বিশায়ারের সঙ্গে চুক্তি ছেড়ে আসবেন না বলে আর্থারের ফেরা অনিশ্চিত হয়ে পড়ে। আর্থার এবার পাকিস্তান ক্রিকেটের সঙ্গে যুক্ত হচ্ছেন, তবে প্রধান কোচ হিসেবে নন। অদ্ভুত এক চুক্তিতে নতুন এক দায়িত্বে তাকে নিয়োগ দিতে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি), জানিয়েছে ইএসপিএনক্রিকইনফো। আর্থার হতে যাচ্ছেন পাকিস্তান জাতীয় পুরুষ দলের নতুন টিম ডিরেক্টর। তবে ডার্বিশায়ারের সঙ্গে আর্থারের চুক্তি থাকবে ঠিকই। ফলে যখন ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটের মৌসুম চলবে, সে সময় পাকিস্তানের সিরিজে দলের সঙ্গে থাকবেন না এই দক্ষিণ আফ্রিকান। তাঁর হয়ে কাজ করবেন কয়েকজন বিশেষজ্ঞ কোচ। আর্থারের অনুপস্থিতিতে ‘হাই পাওয়ার্ড সহকারী কোচ’ হিসেবে কাজ করবেন গ্রান্ট ব্র্যাডবার্ন, যিনি দলের সাবেক ফিল্ডিং কোচ ও হাই পারফরম্যান্স সেন্টারের প্রধান। সঙ্গে থাকবেন বিশেষজ্ঞ ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং কোচও।

সব সিরিজে না থাকলেও আর্থারকে মৌসুমের নির্দিষ্ট একটা সময় দলের সঙ্গে পাবে পাকিস্তান। যেমন আগামী জুলাইয়ে শ্রীলঙ্কা সফরে তাকে পাবে না পাকিস্তান। সেপ্টেম্বরে এশিয়া কাপেও থাকবেন না। কিন্তু কাউন্টি মৌসুম শেষে ভারতে হতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপ ও বছরের শেষের দিকে অস্ট্রেলিয়া সফরে থাকবেন তিনি। এখনো চুক্তির মেয়াদ নিশ্চিত নয়। তবে পাকিস্তান ক্রিকেটের সূচিতে আর্থারের সঙ্গে চুক্তি কার্যকর হবে বলেই বিশ্বাস করছে পিসিবি।

ক্রিকইনফো জানিয়েছে, জানা যাচ্ছে, আর্থারের সঙ্গে চুক্তি প্রায় চূড়ান্ত পর্যায়ে চলে। এর আগে ২০১৬ থেকে ২০১৯ সালের মধ্যে পাকিস্তানের প্রধান কোচ ছিলেন আর্থার। তাঁর অধীনে ২০১৭ সালে চ্যাম্পিয়নস ট্রফি জিতেছিল পাকিস্তান। সরফরাজ আহমেদের নেতৃত্বে টি-টোয়েন্টি র‌্যাংঙ্কিংয়েরও শীর্ষে উঠেছিল দলটি। ২০১৯ বিশ্বকাপে সেমিফাইনালে উঠতে ব্যর্থ হওয়ার পর বিদায় নেন আর্থার।

অনলাইন আপডেট

আর্কাইভ