এক মাসের ব্যবধানে আবারও বিদ্যুতের দাম বাড়ানোর প্রজ্ঞাপন

সংগ্রাম অনলাইন ডেস্ক: নির্বাহী আদেশে আবারও বাড়ানো হয়েছে বিদ্যুতের দাম। খুচরা ও পাইকারি পর্যায়ে সব ধরনের বিদ্যুতের দাম বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। মঙ্গলবার (৩০ জানুয়ারি) এ সংক্রান্ত বিজ্ঞপ্তি গেজেট আকারে প্রকাশ করেছে বিদ্যুৎ বিভাগ। নতুন মূল্য অনুযায়ী গ্রাহক পর্যায়ে সবচেয়ে কম বিদ্যুৎ ব্যবহারকারীদের জন্য আগের চেয়ে ইউনিট প্রতি ২০ পয়সা বেড়েছে। গ্রাহক পর্যায়ে এ দাম ৩ টাকা ৯৪ পয়সা থেকে বাড়িয়ে ৪ টাকা ১৪ পয়সা করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, এই প্রজ্ঞাপনের অধীন নির্ধারিত খুচরা বিদ্যুতের মূল্যহার বিল মাস ফেব্রুয়ারি, ২০২৩ হতে কার্যকর হবে।
উল্লেখ্য, সরকারকে প্রজ্ঞাপন জারির মাধ্যমে বিদ্যুৎ, গ্যাস ও তেলের দাম বাড়ানোর ক্ষমতা দিয়ে জাতীয় সংসদে বিল পাস হওয়ার একদিন পরই বিদ্যুতের দাম বৃদ্ধির প্রজ্ঞাপন প্রকাশ করা হলো।
গত রোববার (২৮ জানুয়ারি) জাতীয় সংসদের অধিবেশনে বিদ্যুৎ, জ্বালনি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ ‘বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (সংশোধন) আইন, ২০২৩’ বিলটি পাসের জন্য প্রস্তাব করলে তা কণ্ঠভোটে পাস হয়।
এর আগে গত ২১ নভেম্বর পাইকারি পর্যায়ে ১৯.৯২ শতাংশ বাড়ানো হয় বিদ্যুতের দাম, যা কার্যকর হয় ডিসেম্বর ২০২২ থেকে।