ঢাকা, শুক্রবার 31 March 2023, ১৭ চৈত্র ১৪২৯, ৮ রমযান ১৪৪৪ হিজরী
Online Edition

মেক্সিকোতে নাইটক্লাবে গোলাগুলি, নিহত ৮

সংগ্রাম অনলাইন ডেস্ক: মেক্সিকোর উত্তরাঞ্চলীয় জেরেজ শহরের ‘এল ভেনাদিটো’ নামক একটি ব্যস্ত নাইটক্লাবে বন্দুকধারীর গুলিতে আটজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও পাঁচজন।

সোমবার (৩০ জানুয়ারি) মেক্সিকান পুলিশের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।

প্রতিবেদনে বলা হয়েছে, জাকাতেকাস প্রদেশের জেরেজ শহরে স্থানীয় সময় শুক্রবার গভীর রাত ও শনিবারের মধ্যে এই ঘটনা ঘটে। ঘটনার সময় ভারী অস্ত্রধারী ব্যক্তিরা দুইটি গাড়িতে করে বারে এসে ঢুকে পড়ে এবং নির্বিচারে গুলি চালাতে শুরু করে বলে দেশটির নিরাপত্তা সচিবালয়ের একটি রিপোর্টে বলা হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, গুলিবর্ষণের পর ঘটনাস্থলেই ছয়জন মারা যান এবং চিকিৎসাধীন অবস্থায় আরও দু’জন মারা যান। বন্দুকের গুলিতে আহত পাঁচজন রোববার হাসপাতালে ভর্তি ছিলেন।

অনলাইন আপডেট

আর্কাইভ