শুক্রবার ৩১ মার্চ ২০২৩
Online Edition

বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাচ্ছে না আফগান ছাত্রীরা

২৯ জানুয়ারি, রয়টার্স : আফগানিস্তানে বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাচ্ছে না ছাত্রীরা। দেশটির উচ্চশিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না ছাত্রীরা। ইতোমধ্যে প্রাইভেট ভার্সিটিগুলোকে সরকারের এমন সিদ্ধান্তের বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম । আগামী মাসের শেষ নাগাদ এসব পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। চিঠিতে বলা হয়, যেসব প্রতিষ্ঠান নিয়ম মানছে না তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এর আগে গত ডিসেম্বরেও বিশ্ববিদ্যালয়গুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ছাত্রী ভর্তি না নিতে বলা হয়েছিল। 

অনলাইন আপডেট

আর্কাইভ