শুক্রবার ৩১ মার্চ ২০২৩
Online Edition

এবার ডেনমার্কে পোড়ানো হলো পবিত্র কুরআন 

 

সংগ্রাম ডেস্ক : সুইডেনের পর এবার ডেনমার্কের রাজধানী কোপেনহেগেন মসজিদের কাছে এবং দেশটিতে তুরস্কের দূতাবাসের সামনে গত শুক্রবার মুসলিমদের পবিত্র ধর্মগ্রন্থ কোরআন পোড়ানোর ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত রাসমুস পালুদান নামের কট্টর ডানপন্থী ওই ব্যক্তি সুইডেন ও ডেনমার্কের যৌথ নাগরিক। তিনি ডেনমার্কের কট্টর ডানপন্থী রাজনৈতিক দল হার্ড লাইনের নেতা। আলজাজিরা, এএফপি।

আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্যানুযায়ী, রমজান মাসে বিভিন্ন স্থানে কুরআন পোড়ানোর ঘোষণা দিয়েছিলেন রাসমুস পালুদান। গত বছর তার এমন ঘোষণার পর সুইডেনে দাঙ্গা শুরু হয়। এবার সেই ঘোষণা মোতাবেক সুইডেনে ও ডেনমার্কে এমন কা- ঘটালেন তিনি।

পালুদান নামের ওই ব্যক্তি অঙ্গীকার করেছেন সুইডেন যতদিন ন্যাটোতে যোগ দেয়ার অনুমতি না পাবে ততদিন প্রতি শুক্রবার কোরআন পুড়িয়ে বিক্ষোভ করা হবে। এ ঘটনার পর বাংলাদেশ, সৌদি আরব, জর্ডান ও কুয়েতসহ কয়েকটি মুসলিম দেশ সুইডেনে পবিত্র কুরআন পোড়ানোর ঘটনার নিন্দা জানিয়েছে। বাংলাদেশ, পাকিস্তান, ইরাক, লেবাননসহ কয়েকটি দেশে এ ঘটনার পর বিক্ষোভ হয়েছে। এক বিবৃতিতে পবিত্র কুরআন পোড়ানোর ঘটনাকে ‘ইসলামবিদ্বেষী ও ঘৃণিত’ বলে মন্তব্য করেছে ঢাকার সুইডিশ দূতাবাস। প্রসঙ্গত, সুইডেন ও ফিনল্যান্ড পশ্চিমাদের সামরিক জোট ন্যাটোতে যোগ দিতে চায়। কিন্তু ন্যাটোতে যোগ দিতে হলে জোটের সবার অনুমোদন প্রয়োজন। তুরস্ক সেই অনুমোদন দিচ্ছে না।

অনলাইন আপডেট

আর্কাইভ