মঙ্গলবার ২১ মার্চ ২০২৩
Online Edition

৬৬ শিক্ষককে ৪র্থ গণবিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ দিতে নির্দেশ

স্টাফ রিপোর্টার: ৬৬ জন এমপিওভুক্ত শিক্ষককে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) ৪র্থ গণবিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। গতকাল মঙ্গলবার দেশের বিভিন্ন জেলার ৬৬ প্রার্থীর দায়ের করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ আলীর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ মিয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার এবিএম আব্দুল্লাহ মাহমুদ বাশার।

অ্যাডভোকেট মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ মিয়া বলেন, ২০২২ সালের ১৪ নভেম্বর এনটিআরসিএ-এর ৪র্থ গণবিজ্ঞপ্তি-২০২২ এর শর্ত নং-১২ এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়ের ১৪.১১.২০২২ তারিখের পরিপত্র অনুযায়ী রিটকারীদের বিভাগীয় প্রার্থী হিসেবে আবেদনের সুযোগ বাতিল করা কেন অবৈধ হবে না এবং জনবল কাঠামো নীতিমালা অনুযায়ী রিটকারীদের বিভাগীয় প্রার্থী হিসেবে ৪র্থ গণবিজ্ঞপ্তি-২০২২ এ আবেদন করার সুযোগ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছিলেন হাইকোর্ট। গতকাল রিটকারীরা তাদের আবেদনের সুযোগ দেওয়ার জন্য নির্দেশনা চেয়ে একটি আবেদন দাখিল করলে হাইকোর্ট এনটিআরসির ৪র্থ গণবিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ দেওয়ার নির্দেশ দিয়েছেন।

অনলাইন আপডেট

আর্কাইভ