যুক্তরাষ্ট্রে ফের বন্দুক হামলায় নিহত ৯
সংগ্রাম ডেস্ক: যুক্তরাষ্ট্রের দুই অঙ্গরাজ্যে পৃথক বন্দুক হামলায় অন্তত ৯ জন নিহত হয়েছেন। সোমবারের এসব ঘটনায় নিহতদের মধ্যে দুই জন শিক্ষার্থী। গতকাল মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম । সিএনএন, এপি।
চীনা নববর্ষ উপলক্ষে লস অ্যাঞ্জেলেসে একটি নৃত্যানুষ্ঠানে বন্দুক হামলার ৪৮ ঘণ্টারও কম সময়ের মধ্যে সোমবার এমন ঘটনা ঘটলো। এদিনে ঘটনায় ক্যালিফোর্নিয়াতে সাত জন এবং আইওয়ায় দুই জন নিহত হয়েছেন। লস অ্যাঞ্জেলেসের ওই ঘটনায় নিহত হয়েছিলেন ১১ জন।
উত্তর ক্যালিফোর্নিয়ার হাফ মুন বে এলাকার খামারে গুলিবর্ষণের ঘটনায় সাত জন নিহত এবং তিন জন গুরুতর আহত হয়েছে। টুইটারে দেওয়া পোস্টে কাউন্টি শেরিফ জানিয়েছেন, ‘সন্দেহভাজন অপরাধীকে হেফাজতে রাখা হয়েছে। স্থানীয় বাসিন্দাদের জন্য আর কোনও হুমকি নেই।’
আইওয়া অঙ্গরাজ্যে স্টার্টস রাইট হিয়ার নামের একটি স্কুলে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে দুই শিক্ষার্থী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিন জন। তাদের মধ্যে দুই জনের অবস্থা গুরুতর।