মঙ্গলবার ২১ মার্চ ২০২৩
Online Edition

আজ দেশব্যাপী যুগপৎ আন্দোলনকারীদের বিক্ষোভ সমাবেশ

 

স্টাফ রিপোর্টার: সরকার পতনের আন্দোলনের অংশ হিসেবে আজ বুধবার দেশব্যাপী জেলা ও মহানগরে সমাবেশ করবে সরকার বিরোধী যুগপৎ আন্দোলনকারীরা। এটি যুগপৎ আন্দোলনের চতুর্থ কর্মসূচি। এরই মধ্যে  কর্মসূচি সফল করতে বিএনপির পক্ষ থেকে কেন্দ্রীয় নেতাদের দায়িত্ব বণ্টন করা হয়েছে। রাজধানী ঢাকার নয়াপল্টন সড়কে সমাবেশ করবে বিএনপি। এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিশেষ অতিথি হিসেবে থাকবেন দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, বেগম সেলিমা রহমান।

এছাড়া যুগপৎ আন্দোলনকারী জোট ও দলগুলো প্রেসক্লাব, বিজয়নগর, পল্টন, এফডিসি চত্বরসহ বিভিন্নস্থানে কর্মসূচি বাস্তবায়ন করবে।  এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক বিবৃতিতে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মী, সমর্থক, শুভ্যানুধায়ীসহ জনসাধারণের প্রতি ২৫ জানুয়ারি দেশব্যাপী মহানগরী ও জেলা পর্যায়ে সমাবেশ সফল করে দুর্নীতিবাজ, ফ্যাসিস্ট, গণবিরোধী সরকারের পদত্যাগ, অবৈধ সংসদ বাতিল, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও রাজবন্দীদের মুক্তি, বিদ্যুৎ, গ্যাস, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য কমানোসহ ১০ দফা দাবিতে চলমান গণ-আন্দোলন বেগবান করার আহ্বান জানান।

অনলাইন আপডেট

আর্কাইভ