ঢাকা, বুধবার 29 March 2023, ১৫ চৈত্র ১৪২৯, ৬ রমযান ১৪৪৪ হিজরী
Online Edition

এবার সিনেমা ছাড়ার ঘোষণা দিলেন ভারতের অভিনেত্রী মমতাজ মম

সংগ্রাম অনলাইন ডেস্ক: এবার সিনেমা ছাড়ার ঘোষণা দিলেন ভারতের তামিল সিনেমার অভিনেত্রী মমতাজ মম। তার আসল নাম নাগমাহ খান। বৃহস্পতিবার মমতাজ মমর ইনস্টাগ্রাম সূত্রে পাকিস্তানি সংবাদমাধ্যম এক্সপ্রেস নিউজ এ তথ্য নিশ্চিত করেছে।

ডেইলি পাকিস্তান এনডিটিভির সূত্রে জানিয়েছে, জীবনের গুরুত্বপূর্ণ এ সিদ্ধান্ত মমতাজ মম এমন সময় জানালেন, যখন তিনি ওমরাহ পালনের জন্য পবিত্র নগরী মক্কায় অবস্থান করছেন।

ইনস্টাগ্রামে মমতাজ মম লিখেছেন, ‘মানুষেরা তাকে তার অতীতে খোঁজার চেষ্টা করছেন।’ অভিনেত্রী লিখেছেন, ‘তিনি অনেক দূরে চলে এসেছেন এবং ওই জিনিসগুলো ছেড়ে দিয়েছেন। এজন্য সেগুলোর আলোচনা না করা হোক।’

মমতাজ দক্ষিণ ভারতের একসময়কার জনপ্রিয় একজন অভিনেত্রী। ১৯৯৯ সালে শোবিজ অঙ্গনে তার পথচলা শুরু। একেক করে তিনি মালায়লাম, তামিল, কন্নড় ও হিন্দি সিনেমায় অভিনয় করেছেন। তার বেশ কয়েকটি ব্লকবাস্টার সিনেমা আছে।

অনলাইন আপডেট

আর্কাইভ