বিএনপির সব সমাবেশ ফ্লপ, তারা স্বাধীনতায় বিশ্বাস করে না: কাদের

সংগ্রাম অনলাইন ডেস্ক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি স্বাধীনতায় বিশ্বাস করে না। তাই স্বাধীনতার স্মারক সোহরাওয়ার্দী উদ্যান তাদের পছন্দ না। তিনি আরও বলেন, বিএনপির সব সমাবেশ ফ্লপ। তাদের সমাবেশ জনগণ প্রত্যাখ্যান করেছে।
শনিবার (৩ ডিসেম্বর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
বিকেল ৩টায় সম্মেলন শুরু হওয়ার কথা থাকলেও সম্মেলনের উদ্বোধক ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় দেরি করে আসায় বিকেল ৩টা ২৭ মিনিটে সম্মেলন উদ্বোধন করা হয়।
ওবায়দুল কাদের বলেন, ছাত্রলীগ বিএনপির সমাবেশের ধারেকাছেও যাবে না, তাহলে তাদের এত ভয় কিসের?
তিনি বলেন, বিএনপির সব সমাবেশ ফ্লপ। তাদের সমাবেশ জনগণ প্রত্যাখ্যান করেছে। তাদের সমাবেশে আওয়ামী লীগের জেলা সমাবেশের সমান লোকও হয়নি। তিনি প্রশ্ন করেন, যে দলে কোনো গণতন্ত্র নেই, সেই বিএনপি আবার কোন মুখে গণতন্ত্র চায়?