মঙ্গলবার ২১ মার্চ ২০২৩
Online Edition

আজ রাজশাহীতে বিএনপি’র গণসমাবেশ ছোট যানগুলোও বন্ধ ॥ পথে পথে বাধা

রাজশাহীতে সমাবেশ স্থলে দলের নেতাকর্মীদের আগাম সমাগম                                        -সংগ্রাম

রাজশাহী ব্যুরো : আজ শনিবার বিএনপি’র রাজশাহী বিভাগীয় গণসমাবেশ নগরীর মাদরাসা ময়দানে অনুষ্ঠিত হবে। সমাবেশে জনসমাগম সীমিত রাখতে গতকাল থেকে মহানগরী ও আশেপাশের ছোট যানবহন চলাচলও বন্ধ করে দেয়া হয়েছে। নগরীর প্রবেশপথে চলছে নিরাপত্তা তল্লাশী। সমাবেশে যোগদান করতে গতকালই কেন্দ্রীয় নেতৃবৃন্দ রাজশাহী পৌঁছান।

গত দুদিনে দূর-দূরান্ত থেকে গণসমাবেশে আসা নেতা-কর্মীরা সমাবেশস্থলের পাশে অবস্থিত ঈদগাহ মাঠে আশ্রয় নেয়ায় মাঠ ভরে গেছে তাঁবুতে। সেখানেই চলছে রান্না-খাওয়া ও ঘুম। পদ্মা নদীর পাড়ে এ অবস্থিত বিশালকার ঈদগাহ মাঠজুড়ে গড়ে তোলা হয়েছে অন্তত দুই শতাধিক তাঁবু। সমাবেশে যোগ দিতে আসা হাজার হাজার নেতাকর্মীরা বুধবার থেকেই রাজশাহী এসে জড়ো হতে শুরু করেন। তাদের পদচারণা আর স্লোগানে স্লোগানে ভরে উঠেছে ঈদগাহ মাঠটি। জয়পুরহাটের ক্ষেতলাল থেকে আসা মজিবুর রহমান নামের এক কর্মী বলেন, ‘রাস্তায় নানা বাধা পেরিয়ে রাজশাহী এসে পৌঁছেছি। কিন্তু এখানে আসার পরে ভালো লাগছে। একসঙ্গে এতো নেতাকর্মী ঈদগাহ মাঠে অবস্থান করছে যে, আসার পথে সব কষ্ট ভুলে গেছি। এখন সমাবেশ শেষ করে বাড়ি ফিরবো।’ পাবনার চাটমোহর থেকে আসা বিএনপি কর্মী আজমত হোসেন বলেন, ‘এখানে রাতে তাঁবুর নিচে ঘুমাইছি। সঙ্গে আনা ব্যাগ মাথার নিচে দিয়ে বালিশ করেছি। তাতেও কোনো কষ্ট নাই। গণসমাবেশ উপলক্ষে এতো মানুষ কষ্ট করছে, দেখেই ভালো লাগছে। কেউ খাবার নিয়েও কোনো আপত্তি তুলছে না। যে যার মতো করে খেয়ে নিচ্ছে। যে গ্রুপ রান্না করছে, তারা খাচ্ছে, অন্যদেরও দিচ্ছে। আমি সঙ্গে করে মুড়ি আর চিঁড়া নিয়ে এসেছি। কখনো সেগুলো খেয়েও থাকছি।’ নজরুল ইসলাম নামের একজন কর্মী বলেন, “আমি সিরাজগঞ্জের একটি ইউনিয়নের ওয়ার্ড বিএনপির সভাপতি। এখানে এসে আমরা রান্না করে খাচ্ছি। আমাদের সঙ্গে আসা অন্যরাও যে যার মতো কাজ করছেন। কেউ মিছিল করছেন।”

অটোরিকশা-থ্রিহুইল ধর্মঘট : ‘সকল সড়কে অবাধ চলাচল ও হয়রানিমুক্ত রেজিস্টেশনের দাবি’তে রাজশাহীতে অনিদির্ষ্টকালের জন্য সিএনজি চালিত অটোরিকশা ও থ্রিহুইল ধর্মঘট শুরু হয়েছে। গতকাল শুক্রবার দুপুর ১২টার দিক থেকে হঠাৎ করে এ ধর্মঘটের ডাক দেয়া হয়। সিএনজি চালিত অটোরিকশা ও থ্রিহুইল মালিক সমিতির সভাপতি আহসান হাবিব গণমাধ্যমকর্মীদের বিষয়টি নিশ্চিত করেন। এ ধর্মঘটের কারণে রাজশাহী-বাগমারা ও তানোরগামী যাত্রীরা কিছুটা দুর্ভোগের মধ্যে পড়েন। তবে বিএনপি নেতারা দাবি করছেন, রাজশাহী বিভাগীয় বিএনপির গণসমাবেশকে কেন্দ্র করে প্রশাসনের চাপে এ ধর্মঘট ডেকেছেন। বিএনপি নেতাদের দাবি, বাস ধর্মঘটের কারণে ছোট ছোট যানবাহনে করে আসছেন নেতাকর্মীরা। এ কারণে সিএনজি চালিত অটোরিকশা ও থ্রিহুইল ধর্মঘট ডাকা হয়েছে।

পথে পথে তল্লাশি : রাজশাহীতে বিএনপি’র গণসমাবেশকে কেন্দ্র করে পথে পথে তল্লাশি চালাচ্ছে পুলিশ। রাজশাহীর বিভিন্ন প্রবেশদ্বার থেকে শুরু করে গত বৃহস্পতিবার রাতে রাজশাহী রেল স্টেশনেও তল্লাশি চালায় পুলিশ। বিএনপি নেতাদের অভিযোগ, তল্লাশি করতে গিয়ে আসা নেতাকর্মীদেরকে হয়রানি করা হচ্ছে। আবার অনেককেই শহরে ঢুকতে দেয়া হচ্ছে না। তাদেরকে বাড়ি ফেরত পাঠানো হচ্ছে। গত বুধবার থেকে এই অবস্থা চলছে।

মোটরসাইকেলের বহর নিয়ে : বিভাগীয় গণসমাবেশে যোগ দিতে এলাকা থেকে মোটরসাইকেলের বহর নিয়ে রাজশাহী ঢুকছেন যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা। শুক্রবার সকাল থেকে বেশ কয়েকটি মোটরসাইকেলর বহর রাজশাহীতে ঢুকতে দেখা যায়। সড়কে সকলপ্রকার যানবহন চলাচল বন্ধ করে দেয়ায় তাদেরকে এই বিকল্প বেছে নিতে হয়। সকলে নওগাঁর মান্দা এলাকা থেকে মোটরসাইকেলের বহর নিয়ে ছাত্রদলের নেতাকর্মীরা রাজশাহী আসেন। এছাড়াও বগুড়া থেকে একটি বিশাল মোটরসাইকেলের বহর রওনা হয়। তবে পথে পথে তল্লাশির নামে পুলিশের বাধা ও মাঝপথ থেকে বহরটিকে ফিরিয়ে দেয়ার চেষ্টার অভিযোগ করেছেন তাঁরা।

আ’লীগের বিক্ষোভ : ‘দেশের উন্নয়ন কার্যক্রমকে ব্যাহত ও বিএনপি’র অব্যাহত দেশবিরোধী ষড়যন্ত্রের’ প্রতিবাদে আওয়ামী লীগ রাজশাহী মহানগরের উদ্যোগে বিক্ষোভ মিছিল বের করা হয়। বৃহস্পতিবার বেলা ৩টায় কুমারপাড়াস্থ দলীয় কার্যালয় থেকে এই মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদিক্ষণ শেষে সাহেব বাজার জিরো পয়েন্টে এসে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। সমাবেশে রাজশাহী মহানগর আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল সভাপতিত্ব করেন। সঞ্চালনা করেন নগর সাধারণ সম্পাদক ডাবলু সরকার।

অনলাইন আপডেট

আর্কাইভ