হৃদরোগে সমস্যায় হাসপাতালে পন্টিং
স্পোর্টস ডেস্ক : সকাল থেকে ছিলেন মাঠে, ধারাভাষ্য দিয়েছেন অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজের পার্থ টেস্টে। তবে আচমকাই অসুস্থ হয়ে পড়েন রিকি পন্টিং। এরপর অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ককে পার্থের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। অস্ট্রেলিয়ার ডেইলি টেলিগ্রাফ জানিয়েছে, ৪৭ বছর বয়সী সাবেক ক্রিকেটারের হৃৎপি-ে সমস্যা দেখা দিয়েছে। পার্থের অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজ টেস্টে চ্যানেল সেভেনের হয়ে ধারাভাষ্য দিচ্ছিলেন পন্টিং। মাঠ ছেড়ে যান দুপুরে। তবে এই ম্যাচের বাকি থাকা দুই দিনে ফিরবেন কি না নিশ্চিত নয়। টেস্ট ম্যাচটির তৃতীয় দিন দুপুরের পরই মাঠ ছেড়ে হোটেলে চলে যান পন্টিং। এর পর আর মাঠে ফেরেননি। অস্ট্রেলিয়ার নিউজ ডটকমের খবর বলছে, ধারাভাষ্যকক্ষের সহকর্মীদের কাছে ‘সব ঠিক আছে’ বলে জানিয়েছেন পন্টিং। সতর্কতার অংশ হিসেবে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ২০০৩ ও ২০০৭ বিশ্বকাপজয়ে অস্ট্রেলিয়াকে নেত্বত্ব দেয়া পন্টিং ২০১২ সালে আন্তর্জাতিক ক্রিকেট ছাড়েন।