জার্মানির বিদায়ে অবসরের ইঙ্গিত দিলেন মুলার

স্পোর্টস ডেস্ক : পরপর দুই বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিল জার্মানি। শেষ ম্যাচে কোস্টারিকাকে ৪-২ গোলে হারিয়েও শেষ ষোলো নিশ্চিত করতে পারেনি চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা। এই বিদায় যেন কোনোভাবেই মেনে নিতে পারেননি জার্মানি ফরোয়ার্ড টমাস মুলার। ম্যাচের পর আন্তর্জাতিক ফুটবলকে বিদায়ের ইঙ্গিত দিলেন বায়ার্ন মিউনিখের এই তারকা। আন্তর্জাতিক ক্যারিয়ারে মুলার জার্মানির হয়ে ১২১ ম্যাচ খেলেছেন। আর করেছেন ৪৪ গোল। আন্তর্জাতিক ফুটবলে জার্মানির ইতিহাসে তিনি সপ্তম সেরা গোলস্কোরার।মুলার জানেন না, জার্মানি দলে আবারও তার সুযোগ মিলবে কি না। তাই কোস্টারিকার বিপক্ষে ম্যাচকে আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচ ভেবে সমর্থকদের উদ্দেশ্যে আবেগঘন বার্তা দেন এই ফরোয়ার্ড।ম্যাচ শেষে মুলার বলেন, ‘এটি যদি আমার শেষ খেলা হয, তাহলে এটি বিশাল আনন্দের ছিল।