জাকিরের ব্যাটে হার এড়ালো বাংলাদেশ ‘এ’ দল

প্রথম ইনিংসে ১১২ রানে অলআউট হওয়া বাংলাদেশ ‘এ’ দল হারের লজ্জার মুখে শক্ত হাতে ব্যাট ধরেন জাকির হাসান। জাকিরের ১৭৩ রানে ভর করে শ্বাসরুদ্ধকর ড্র করে বাংলাদেশ।২৯ নভেম্বর শুরু হওয়া ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নেমে ২৬ রানে ৫ উইকেট হারানো বাংলাদেশকে ১১২ রানের পুঁজি এনে দিয়েছিল মোসাদ্দেকের লড়াকু ৬৩ রানের ইনিংস।
বাংলাদেশের ব্যাটারদের ব্যর্থতার পর বোলাররাও করেন হতাশ। ভারতীয় দুই ওপেনার অভিমন্যু ইশ্বরন ও ইয়াশভি জয়সওয়ালের জোড়া সেঞ্চুরিতে ৪৬৫ রানে ইনিংস ঘোষণা করে ভারত ‘এ’ দল। প্রথম ইনিংসে বাংলাদেশ ‘এ’ দলের চেয়ে ভারত এগিয়ে থাকে ৩৫৩ রানে। ইনিংস হারের লজ্জা মুখে দলকে রক্ষার দায়িত্ব নেন মাহমুদুল জয় ও জাকির হাসান। দুইজনের সাবধানী ব্যাটিংয়ে ৭১ রানের ভালো সূচনা পায় বাংলাদেশ। দলীয় ৭১ রানে জয় ৮৮ বলে ২১ রানে ফিরলে জাকির হাসানের সাথে জুটি বাধেন নাজমুল শান্ত তৃতীয় দিন শেষে ১ উইকেটে ১৭২ রান সংগ্রহ করে বাংলাদেশ।
গতকাল চতুর্থ ও শেষ দিনে এসে শুরুতেই আউট হোন নাজমুল শান্ত। শান্ত ফিরলেও একপ্রান্ত আগলে রেখে সেঞ্চুরি তুলে নেন জাকির হাসান। জাকির হাসান সেঞ্চুরির দেখা পেলেও ব্যর্থ হন মুমিনুল-মিথুনরা। দলীয় ৩১৭ রানে পাঁচ উইকেট হারানোর পর শূন্য রানে মোসাদ্দেক আউট হলে হারের শঙ্কায় পড়ে বাংলাদেশ।
সেখান থেকে নাঈম হাসানকে সাথে নিয়ে দলকে রক্ষার দায়িত্ব নেন জাকির হাসান। কিন্তু শেষ মূহুর্তে এসে জাকির হাসান ১৭৩ রানে বোল্ড হলে ইনিংস হারের শঙ্কা জাগে বাংলাদেশ ‘এ’ দলের। শেষ পর্যন্ত ৯ উইকেটে ৩৪১ রান করলে আম্পায়াররা ড্র ঘোষণা করে ম্যাচটি।