মিথ্যা মামলায় সিলেট জামায়াতের ৭ নেতাকর্মীকে কারাগারে পাঠানো হয়েছে ॥ মুক্তি দাবি - মাওলানা এটিএম মা’ছুম
সিলেট মহানগরী জামায়াতের আমীর, নায়েবে আমীর ও সেক্রেটারিসহ মোট ৭ জন নেতাকর্মীকে অন্যায়ভাবে কারাগারে পাঠানোর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম বিবৃতি দিয়েছেন।
গতকাল সোমবার দেয়া বিবৃতিতে তিনি বলেন, জামায়াতে ইসলামী সিলেট মহানগরী আমীর মুহাম্মাদ ফখরুল ইসলাম, নায়েবে আমীর সোহেল আহমাদ ও সেক্রেটারি মোঃ শাহজাহান আলীসহ মোট ৭ জন নেতাকর্মীকে সরকারের দায়ের করা মিথ্যা ও সাজানো মামলায় কারাগারে পাঠানো হয়েছে। তারা উচ্চ আদালত থেকে জামিনপ্রাপ্ত ছিলেন। গতকাল আদালতের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে তারা জামিনের জন্য সিলেটের নি¤œ আদালতে হাজির হন। তারা আশা প্রকাশ করেছিলেন তাদের জামিন মঞ্জুর করা হবে। কিন্তু সরকারের দায়ের করা মিথ্যা ও সাজানো মামলায় তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে। তিনি এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
বিবৃতিতে তিনি আরো বলেন, সরকার তাদেরকে মিথ্যা মামলা দিয়ে জেলে প্রেরণের ব্যবস্থা করে তাদের মৌলিক অধিকারের উপর নগ্ন হস্তক্ষেপ করেছে। যা আইন ও সংবিধানের সুস্পষ্ট লঙ্ঘন।
সিলেট মহানগরী আমীর মুহাম্মাদ ফখরুল ইসলামসহ আটককৃত জামায়াতে ইসলামীর সকল নেতাকর্মীকে অবিলম্বে নিঃশর্তভাবে মুক্তি দেয়ার জন্য তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
সিলেট ব্যুরো : সিলেট মহানগর জামায়াতের আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম, নায়েবে আমীর মাওলানা সোহেল আহমদ, সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলী, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিলেট মহানগরী সভাপতি আব্দুল্লাহ আল ফারুকসহ জামায়াত-ছাত্রশিবিরের ৭ নেতাকর্মীকে কারাগারে প্রেরণ করা হয়েছে। সোমবার দুপুরে রাজনৈতিক প্রতিহিংসামূলক গায়েবী মামলায় হাজিরা দিতে গেলে জামিন নামঞ্জুর করে আদালত তাদের কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
এদিকে ষড়যন্ত্রমূলক মামলায় মহানগর আমীর, নায়েবে আমীর, সেক্রেটারি ও মহানগর ছাত্রশিবির সভাপতিসহ ৭ নেতাকর্মীকে কারাগারে প্রেরণের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট অঞ্চল, জেলা ও মহানগর জামায়াত নেতৃবৃন্দ। আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে এই মামলায় ইতোমধ্যে উচ্চ আদালত থেকে আগাম জামিন এবং নিয়মিত হাজিরা থাকা সত্ত্বেও জামিন নামঞ্জুর করে নেতৃবৃন্দকে কারাগারে প্রেরণের ঘটনায় সিলেটবাসী বিস্মিত। অবিলম্বে সিলেট জামায়াত-ছাত্রশিবিরের নেতৃবৃন্দসহ ষড়যন্ত্রমূলক মামলায় কারান্তরীণ সকল রাজবন্দীদের নিঃশর্ত মুক্তির দাবী জানান তারা।
এক যৌথ বিবৃতিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও সিলেট অঞ্চলের পরিচালক এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক ফজলুর রহমান, কেন্দ্রীয় মজলিসের শূরা সদস্য মাওলানা হাবিবুর রহমান, সিলেট অঞ্চল টীম সদস্য হাফিজ আব্দুল হাই হারুন, সিলেট জেলা দক্ষিণ জামায়াতের আমীর অধ্যাপক আব্দুল হান্নান, নায়েবে আমীর মাওলানা লোকমান আহমদ ও সেক্রেটারি নজরুল ইসলাম, জেলা উত্তরের আমীর হাফিজ আনোয়ার হোসেন খান, নায়েবে আমীর উপাধ্যক্ষ সৈয়দ ফয়জুল্লাহ বাহার ও সেক্রেটারি জয়নাল আবেদীন, সিলেট মহানগর সহকারী সেক্রেটারি এডভোকেট মোহাম্মদ আব্দুর রব ও ড. নুরুল ইসলাম বাবুল প্রমুখ নেতৃবৃন্দ বলেন, ক্ষমতাসীন সরকার দেশকে একটি ফ্যাসিস্ট রাষ্ট্রে পরিণত করেছে। দেশের গণতন্ত্রকামী মানুষ যখন গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে রাজপথে নামতে শুরু করেছে। সেই সময়ে জনমনে ভীতি সঞ্চার করে জাতির দৃষ্টি ভিন্নখাতে প্রবাহিত করতেই দেশব্যাপী জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নেতৃবৃন্দের উপর গ্রেফতার জুলুম নিপীড়ন চালাচ্ছে। এরই ধারাবাহিকতায় ষড়যন্ত্রমূলক মামলায় সিলেট মহানগর জামায়াত ও ইসলামী ছাত্রশিবিরের শীর্ষ নেতৃবৃন্দের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করা হয়েছে। জুলুম নিপীড়ন চালিয়ে ইসলামী আন্দোলনের কর্মীদের দমিয়ে রাখা যাবে না। অবিলম্বে সিলেট নগর জামায়াত ও ছাত্রশিবির নেতৃবৃন্দসহ দেশব্যাপী কারান্তরীণ জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের সকল রাজবন্দীদের নিঃশর্ত মুক্তি দিন।