ইভিএমের পেছনে অনেকে দুষ্কর্ম করতে চান : ইসি রাশেদা
সংগ্রাম অনলাইন ডেস্ক: নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেছেন, যন্ত্র কখনো খারাপ হয় না। যন্ত্রের পেছনে হয়তো অনেকে দুষ্কর্ম করতে চান। এ ধরনের দুষ্কর্মকে আমরা প্রশ্রয় দেইনি, দেবো না।
শনিবার দুপুরে রংপুর সিটি করপোরেশন নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা, স্টাফ অফিসার ও সহায়ক কর্মকর্তাদের বিষেশায়িত প্রশিক্ষণ শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন।
তিনি বলেন, নতুন প্রযুক্তি হওয়ায় ইভিএম নিয়ে সংশয় সবার মধ্যে আছে। ইভিএম যন্ত্রের মধ্যে কোনো ত্রুটি নেই। সেখানে কোনো ম্যানুপুলেশন করার সুযোগ নেই।
ইসি রাশেদা বলেন, ইভিএম যন্ত্রের কিন্তু কোনো ত্রুটি নেই। এটা আমরা নিশ্চিত হয়েই আগামী ইলেকশনে দেড় শ’ আসনে ইলেকশন করার সিদ্ধান্ত নিয়েছি। অলরেডি আমাদের রোডম্যাপে আপনারা তা দেখেছেন। আমি শুধু বলবো, যন্ত্র কখনো খারাপ হয় না, যন্ত্রের পেছনে যারা, তারা হয়তো একটু দুস্কর্ম করতে চান। আমরা এটুকু আমি বলতে পারি, আপনারা আস্থা রাখতে পারেন- ইভিএম মেশিন হতে পারে আমাদের ইলেকশনের ক্ষেত্রে একটা যুগান্তকারী বিষয়।