আল্লামা ইকবাল স্মরণে আলোচনা সভা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাহিত্য সংগঠন বাংলা-উর্দু লিটারারি ফোরামের উদ্দ্যেগে সম্প্রতি অনুষ্ঠিত হয়ে গেল প্রাচ্যের দার্শনিক কবি আল্লামা ইকবালের ১৪৫ তম জন্মবার্ষিকীর আলোচনা অনুষ্ঠান। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী ভবনের ৪০৪ নম্বর কক্ষে আয়োজন করা হয় এ অনুষ্ঠানের। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিইউএলএফ-এর সভাপতি প্রফেসর ড. এম শামীম খান। প্রধান অতিথি হিসেবে আসন অলঙ্কৃত করেন কলকাতার আলিয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সুনামধন্য অধ্যাপক প্রফেসর ড. মীর রেজাউল করিম। আলোচক হিসেবে ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ম্যাটেরিয়াস সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সাবেক সভাপতি কবি প্রফেসর ড. জি এম শফিউর রহমান। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বিইউএলএফ-এর সাধারণ সম্পাদক ড. মো. সামিউল ইসলাম।
-মো. জাকির হোসেন