যুক্তরাষ্ট্রে ওয়ালমার্টের স্টোরে গোলাগুলীতে হামলাকারীসহ নিহত ১০
২৩ নভেম্বর, বিবিসি, রয়টার্স: যুক্তরাষ্ট্রে আবার বন্দুক হামলার ঘটনা ঘটেছে। দেশটির ভার্জিনিয়া অঙ্গরাজ্যের সেসাপেক শহরে বহুজাতিক খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান ওয়ালমার্টের একটি স্টোরে গোলাগুলীর ঘটনায় ১০ জন নিহত হয়েছেন। বন্দুকধারী নিজেও মারা গেছেন। স্থানীয় সময় গত মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, শহরের স্যাম সার্কেলের ওয়ালমার্টে গোলাগুলীর ঘটনায় অভিযুক্ত বন্দুকধারীও মারা গেছেন। অভিযুক্ত বন্দুকধারীকে রাতেই দোকানে মৃত অবস্থায় পাওয়া গেছে। তবে তার নাম প্রকাশ করেনি পুলিশ।