সিআরসি সাহিত্য পুরস্কার ২০২২ পেল সীমান্ত আকরাম
সিআরসি সাহিত্য পুরস্কারে ভূষিত হলেন তরুণ গবেষক ও প্রাবন্ধিক সীমান্ত আকরাম। বিশ^সাহিত্য কেন্দ্রে অনুষ্ঠিত কালচারাল রিসার্চ সেন্টার (সিআরসি) কর্তৃক অয়োজিত ‘জাতীয় জাগরণে নজরুলের বিদ্রোহী কবিতা’ শীর্ষক প্রজন্ম ভাবনা আলোচনা সভায় এই সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী প্রফেসর ড. এম শমসের আলী। সিআরসি’র সাধারণ সম্পাদক এমদাদুল হক চৌধুরীর সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন সংস্কৃতি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক মো. জাকির হোসেন। বিশেষ অতিথি ছিলেন ইসলামী বিশ^বিদ্যালয়ের আরবি ভাষা ও সাহিত্য বিভাগের প্রফেসর ড. কামরুল হাসান, অর্থ মন্ত্রণালয়ের উপসচিব ও নজরুল গবেষক মো: জেহাদ উদ্দিন, সাংবাদিক ও গবেষক জাহিদ আবেদীন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন গবেষক ও নাট্যনির্মাতা হুসনে মোবারক। শিল্প-সাহিত্য চর্চা ও গবেষণামূলক লেখালেখিতে অবদানের জন্য ‘সিআরসি সাহিত্য পুরস্কার-২০২২’ প্রদান করা হয়। ইতিপূর্বে সীমান্ত আকরাম -এর ‘নক্ষত্র বিভাব’, ‘সংস্কৃতির চালচিত্র’, ‘আকাশ আমায় ভরল আলোয়’ নামে ৩টি প্রবন্ধের গ্রন্থ প্রকাশিত হয়েছে। গ্রন্থগুলো পাঠক মহলে সমাদৃত। তার রচিত শিশুতোষ গল্পগ্রন্থ ‘রাতুলের সাইকেল’ সালফি পাণ্ডুলিপি পুরষ্কার ২০২১ এবং প্রবন্ধগ্রন্থ ‘সংস্কৃতি ও নজরুল’ প্রিয়বাংলা প্রকাশন পাণ্ডলিপি পুরস্কার ২০২২ বিজয়ী হন। তিনি ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা ‘কাঠপেন্সিল’ সম্পাদনা করছেন। এছাড়াও শিল্প-সাহিত্যের বিভিন্ন বিষয়ে নিয়মিত পত্র-পত্রিকায় লিখছেন। প্রেস বিজ্ঞপ্তি।