চৌগাছায় দুই শিক্ষক বরখাস্ত
চৌগাছা (যশোর) সংবাদদাতা : যশোরের চৌগাছায় থাপ্পড় মেরে পঞ্চম শ্রেণির ছাত্রীর কান ফাটানোর অভিযোগে সহকারী শিক্ষিকা নারগিস পারভীন ও শিক্ষার্থীদেরকে মারপিট করার অভিযোগে একই প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক আসলাম হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে আগের অভিযোগের প্রমাণ পাওয়ায় এই ব্যবস্থা নেয়া হয়েছে।
বুধবার (৯ নবেম্বর) বিকেলে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার স্বাক্ষরিত এক আদেশে ওই দুই শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বুধবার সন্ধ্যায় জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আবদুস সালাম বলেন, শিক্ষার্থীকে মারধরের ঘটনায় তদন্ত প্রতিবেদন পেয়েছি। এ ঘটনার সত্যতা পাওয়ায় অভিযুক্ত সহকারী শিক্ষক নারগিস পারভীনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে আগের অভিযোগের সত্যতা পাওয়ায় সহকারী শিক্ষক আসলাম হোসেনকেও সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা প্রক্রিয়াধীন।